রিপোর্ট অনুযায়ী, কলকাতায় এই নতুন রুটে সর্বনিম্ন ভাড়া হতে চলেছে মাত্র ৫ টাকা এবং সর্বাধিক ভাড়া হয়ে চলেছে ৭০ টাকা। মেট্রো সূত্রে জানা গিয়েছে, কলকাতা বিমানবন্দর থেকে যশোর রোড পর্যন্ত যেতে ভাড়া লাগবে মাত্র ৫ টাকা, কলকাতা বিমানবন্দর থেকে দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত ভাড়া লাগবে ১০ টাকা, কলকাতা বিমানবন্দর থেকে নোয়াপাড়া পর্যন্ত ভাড়া পড়বে ২০ টাকা।