- Home
- West Bengal
- Kolkata
- Kolkata Metro: হাওড়া-এসপ্ল্যানেড রুটে চালু হচ্ছে চালকবিহীন মেট্রো, কবে থেকে শুরু হবে পরিষেবা?
Kolkata Metro: হাওড়া-এসপ্ল্যানেড রুটে চালু হচ্ছে চালকবিহীন মেট্রো, কবে থেকে শুরু হবে পরিষেবা?
হাওড়া-এসপ্ল্যানেড রুটে চালু হচ্ছে চালকবিহীন মেট্রো। রবিবার বন্ধ থাকবে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড রুটে মেট্রো। ৪ অগস্ট থেকে টানা ২ সপ্তাহ চলবে এই মহড়া।

যখন থেকে খবর এসেছে, গঙ্গার তলা দিয়ে দৌঁড়াবে মেট্রো তখন থেকে যাত্রীদের কৌতূহলের শেষ নেই। এবার সেই তালিকায় যোগ হতে চলেছে আরও এক নতুন বিষয়। কারণ হাওড়া-এসপ্ল্যানেড রুটে চালু হচ্ছে চালকবিহীন মেট্রো। আর শুধু ট্রায়াল রানের অপেক্ষা। তারপরই ছুটবে মেট্রো।
সূত্রের খবর, রবিবার বন্ধ থাকবে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড রুটে মেট্রো। অটোমেটেড ট্রেন অপারেশনের কাজের জন্য ওই দিন পরিষেবা বন্ধ থাকবে। তারপর চালু করা হবে চালকবিহীন মেট্রো।
মেট্রো রেল সূত্রে খবর, ৪ অগস্ট থেকে ইস্ট ওয়েস্ট রুটে যাত্রী পরিষেবা শেষ হওয়ার পর খালি রেক চালক ছাড়াই দুই প্রান্তিক স্টেশনের মধ্যে চলাচল করবে। টানা ২ সপ্তাহ চলবে এই মহড়া।
জানা গিয়েছে, অটোমেটিক ট্রেন অপারেশন একটি আধুনিক প্রযুক্তি। যার মাধ্যমে কম্পিউটার নিয়ন্ত্রিত পদ্ধতিতে মেট্রোর দরজা খোলা ও বন্ধ, মেট্রো স্টেশনে দাঁড়ানো, মেট্রোর যাত্রাপথের গতি নিয়ন্ত্রণ হবে। চালক থাকবেন মোটরভ্যানে। তিনি এসব কাজ আর করবেন না।
এখনও পর্যন্ত কলকাতার কোনও মেট্রো রুচে এই আধুনিক প্রযুক্তি কাজে লাগানো হয়নি। ২০২০ সালে দিল্লিতে প্রথম চালকবিহীন মেট্রো চালু হয়। এবার চলবে হাওড়া-এসপ্ল্যানেড রুটে।

