Calcutta HC New Chief Justice: সম্প্রতি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির পদ থেকে অবসর নিয়েছেন বিচারপতি টিএস শিবজ্ঞানম। তার জায়গা অস্থায়ী প্রধান বিচারপতি হিসেবে কাজ চালাচ্ছেন সৌমেন সেন। তাহলে আদালতের পরবর্তী প্রধান বিচারপতি কে হবেন?
অতি সম্প্রতি চাকরি থেকে অবসর নিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। তার জায়গায় বর্তমানে অস্থায়ী প্রধান বিচারপতি হিসেবে কাজ সামলাচ্ছেন সৌমেন সেন। তবে তিনিও এই পদে আর বেশি দিন নেই বলে জানা গিয়েছে। কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নিতে চলেছে অন্য একজন।
25
কে হচ্ছেন নতুন বিচারপতি?
সূত্রের খবর, কলকাতা হাইকোর্টের বর্তমান ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নিতে চলেছেন বিচারপতি সুজয় সেন। তবে এই দায়িত্ব অস্থায়ী বলেই জানা গিয়েছে। কারণ, কলকাতা হাইকোর্টের বর্তমান ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি অন্য রাজ্যের বিচারপতি হিসেবে নিযুক্ত হতে চলেছেন।
35
কোন রাজ্যের প্রধান বিচারপতির দায়িত্ব নিচ্ছেন সৌমেন সেন
জানা গিয়েছে, এতদিন কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে সৌমেন সেন দায়িত্ব সামলেছেন। তবে তাঁকে মেঘালয় রাজ্যের প্রধান বিচারপতি হিসেবে আগেই নির্বাচন করেছিল কলেজিয়াম। সেইমতো মেঘালয় হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে কাজে যোগ দেবেন কলকাতা হাইকোর্টের বর্তমান ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে সৌমেন সেন।
সূত্রের খবর, কেন্দ্রের ছাড়পত্র মেলায় কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে সৌমেন সেন মেঘালয় হাইকোর্টের প্রধান বিচারপতির ভার সামলাবেন। ফলে তার জায়গায় কলকাতা হাইকোর্টের অস্থায়ী প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নিচ্ছেন সুজয় পাল।
55
টিএস শিবজ্ঞানমের অবসর
কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব সামলেছেন টিএস শিবজ্ঞানম। তার সময়কালে সন্দেশখালির গণধর্ষণ মামলা থেকে আরজি কর কাণ্ড। একাধিক গুরুত্বপূর্ণ মামলার শুনানি করেছেন তিনি। এমনকি তার বিদায়বেলায় শিবজ্ঞানমকে প্রশংসায় ভরিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।