Weather News: দোলের দিন লু বইবে রাজ্যের একাধিক জেলায়? ভয় দেখাচ্ছে হাওয়া অফিসের পূর্বাভাস

Published : Mar 13, 2025, 06:29 AM IST

বড় পূর্বাভাস দিল হাওয়া অফিস। খাতায় কলমে না হলেও, শুষ্ক গরম হাওয়ার জেরে সপ্তাহের শেষেই তাপপ্রবাহের (Heat Wave) অনুভূতি হওয়ার সম্ভাবনা রয়েছে। দোলের দিন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে লু-এর মতো হাওয়া বইতে পারে। কেমন থাকবে আজকের আবহাওয়া?

PREV
111

ভরা বসন্তেই ঘেমে নেয়ে স্নান করে যাচ্ছে মানুষ (South Bengal Weather)। প্রখর রোদে দু’দণ্ড বাইরে দাঁড়ানো দায়।

211

মার্চেই যদি এই অবস্থা হয়, এপ্রিল, মে-তে কী হবে ভেবে চিন্তায় পড়েছেন অনেকে। এই আবহে বড় পূর্বাভাস দিল হাওয়া অফিস।

411

দোলের দিন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে লু-এর মতো হাওয়া বইতে পারে। অর্থাৎ মার্চেই তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে (Weather Update)।

511

হাওয়া অফিস জানাচ্ছে, মার্চ মাসেই দেশের চার রাজ্যে তাপপ্রবাহের পরিস্থিতি হতে পারে।

611

রাজস্থান, গুজরাট, বিদর্ভের পাশাপাশি সেই তালিকায় নাম রয়েছে পশ্চিমবঙ্গের পড়শি রাজ্য ওড়িশার।

711

এদিকে আবহাওয়ার এই খামখেয়ালিপনার প্রভাব পড়েছে বাংলাতেও (South Bengal Weather)।

811

আবহাওয়া দফতর আগেই জানিয়েছে, দোলের দিন দক্ষিণবঙ্গের তাপমাত্রার পারদ ৩৫ ডিগ্রি পেরোতে পারে। এই সপ্তাহে দক্ষিণের (South Bengal) কোনও জেলায় বৃষ্টির পূর্বাভাস নেই।

911

প্রত্যেকটি জেলা শুষ্কই থাকবে। আগামী ২-৩ দিনে ৩৫ ডিগ্রি সেলসিয়াস স্পর্শ করতে পারে কলকাতার তাপমাত্রা।

1011

অন্যদিকে নানান জেলার তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস অবধি পৌঁছে যেতে পারে।

1111

এদিকে দোলের আবহে দক্ষিণবঙ্গে (South Bengal Weather) বৃষ্টিপাতের কোনও পূর্বাভাস না থাকলেও উত্তরের একাধিক জেলায় বর্ষণের সম্ভাবনা রয়েছে।

click me!

Recommended Stories