শুক্রবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করেছে ইস্ট-ওয়েস্ট মেট্রোর। কলকাতা মেট্রোর একটি গুরুত্বপূর্ণ রুট। হাওড়া থেকে সরাসরি শিয়ালদহ হয়ে যাওয়া যায় সেক্টেরফাইভ। কিন্তু ভাড়ার তালিকা দেখে রীতিমত অবাক যাত্রীরা।
শুক্রবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করেছে ইস্ট-ওয়েস্ট মেট্রোর। সেই দিন সন্ধ্যে থেকে শুরু হয়েছে যাত্রী পরিষেবা। কলকাতা মেট্রোর একটি গুরুত্বপূর্ণ রুট। হাওড়া থেকে সরাসরি শিয়ালদহ হয়ে যাওয়া যায় সেক্টেরফাইভ। কিন্তু ভাড়ার তালিকা দেখে রীতিমত অবাক যাত্রীরা। যাত্রীদের অভিযোগ কলকাতার পুরনো মেট্রোর থেকে অনেকটাই ভাড়া বেশি এই রুটে। যাত্রীদের অনেক অভিযোগ শুরু ইস্ট-ওয়েস্ট নয়, নতুন চালু হওয়া আরও দুটি রুটের মেট্রো ভাড়াও অনেকটাই বেশি।
26
ইস্ট-ওয়েস্ট মেট্রোর দ্বিগুণ ভাড়া
যাত্রীদের অভিযোগ সর্বনিম্ন ভাড়া প্রায় একই রয়েছে। কিন্তু ভাড়া বাড়ছে দূরের রুটে। যে পথ যেতে কলকাতা মেট্রোর পুরনো রুটে এখনও দিতে হয় ১৫-২৫ টাকা সেই পথ যেতে যাত্রীদের গুণতে হচ্ছে জন প্রতি প্রায় ৩০ টাকা । ১৫ ও ২৫ টাকার স্ল্যাবের টিকিট নেই!
36
ভাড়া প্রায় দ্বিগুণ
যাত্রীদের অভিযোগ যে পথ পুরনো মেট্রোতে যেতে ১৫-২৫ টাকা লাগে সেই পথই নতুন তিন রুটে যেতে দিতে হচ্ছে ৩০ টাকা। যাত্রীদের আরও অভিযোগ একেক রকম রুটে একেক রকম ভাড়া নিচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। সম্প্রতি কলকাতা মেট্রোর গ্রিন লাইন, অরেঞ্জ লাইন ও ইয়েলো লাইনের উদ্বোধন হয়েছে। এই তিনটি রুটের ভাড়ার তালিকে দেখে নিন।