East-West Metro: 'অভিশপ্ত'কারণ মেট্রোর কাজ চলাকালীন একাধিকবার ধস নামে বউবাজার সংলগ্ন এলাকায়। আর সেই কারণে একাধিকবার ব্যাহত হয় নির্মাণ কাজ। শেষ পর্যন্ত বউবাজার বাদ রেখেই চালু করা হয়েছিল ইস্ট-ওয়েস্ট মেট্রো সার্ভিস।
বছর কয়েক হয়েছে ইস্ট-ওয়েস্ট মেট্রো চালু হয়েছে। কিন্তু এখনও কটা সার্ভিসই চলছে।
210
কাটা সার্ভিস
হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত এই রুটে মেট্রো চলাচল করে। অন্যদিকে একই রুটে শিয়ালদহ থেকে সেক্টর পর্যন্ত মেট্রো আপ-ডাউন করেন।
310
'অভিশপ্ত' বউবাজার
'অভিশপ্ত'কারণ মেট্রোর কাজ চলাকালীন একাধিকবার ধস নামে বউবাজার সংলগ্ন এলাকায়। আর সেই কারণে একাধিকবার ব্যাহত হয় নির্মাণ কাজ। শেষ পর্যন্ত বউবাজার বাদ রেখেই চালু করা হয়েছিল ইস্ট-ওয়েস্ট মেট্রো সার্ভিস।
চলতি বছরের গোড়ার দিকেই বউবাজার মেট্রো দিয়ে ট্রায়াল রান সম্পন্ন হয়েছে। ট্রায়াল পুরোপুরি সফল বলেও জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।
510
অপেক্ষার অবসান কবে?
কিন্তু কবে হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত টানা মেট্রো চলাচল শুরু হবে তাই নিয়ে এখনও পর্যন্ত কিছু জানায়নি মেট্রো কর্তৃপক্ষ। অপেক্ষায় রয়েছেন যাত্রীরা।
610
২ কিলো মিটার জট
শিয়ালদহ থেকে বউবাজার পর্যন্ত দূরত্ব মাত্র দুই কিলোমিটার। এই এলাকায় মেট্রো চালু হবে সুবিধে হবে অসংখ্য যাত্রীদের। জানুয়ারি ট্রায়াল রান হলেও কবে চাকা গড়াবে তাই নিয়ে জল্পনা তুঙ্গে।
710
মে মাসে চালু হওয়ার কথা ছিল
মে মাসে বউবাজার দিয়ে মেট্রো চলাচল চালু হওয়ার কথা ছিল। কিন্তু কোনও কারণে তা হয়নি। এবার জল্পনায় রয়েছে জুলাই মাস।
810
জুলাই মাসে খুলজে বউবাজার মেট্রোর দরজা
যাত্রীদের পাশাপাশি মেট্রো রেলের একাংশের কর্মীরাও আশা করছেন জুলাই মাসে খুলে যেতে পারে বউবাজার মেট্রোর দরজা।
910
তেমন হলে...
তেমন হলে হাওড়া থেকে শিয়ালদহ পৌঁছানো যাবে মাত্র ১১ মিনিটে। আর হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ যেতে সময় লাগবে মাত্র ৩৫ মিনিট। বর্তমানে বাসে দেড় ঘণ্টার ওপর লাগে।
1010
যাত্রীদের সুবিধে
ইস্ট-ওয়েস্ট মেট্রো পুরোপুরি চালু হয়ে গেলে যাত্রীদের অনেক বেশি সুবিধে হবে। বিশেষ করে নিত্যযাত্রী বা অফিসযাত্রীদের। কারণ এই রুটে কম খরচে স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারা যাবে।