উধাও হয়ে যাবে বৃষ্টি? এবার হুড়মুড়িয়ে গরম বাড়ার সতর্কতা আবহাওয়া দফতরের

বৃষ্টি নাকি ধীরে ধীরে কমে আসবে। আপাতত ২-৩ দিন বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টি এখনই হবে না। তবে নাকি বেশ বেড়ে যাবে গরম! কী হতে চলেছে, জানুন আবহাওয়ার সর্বশেষ রিপোর্ট।

Parna Sengupta | Published : Jul 8, 2024 10:02 AM IST
18

আষাঢ় মাস শেষ হতে চললেও এখনও ভারী বৃষ্টি দেখেনি দক্ষিণবঙ্গ। হালকা থেকে মাঝারি বৃষ্টি চলছে। এরই মাঝে আবহাওয়া দপ্তর জানালো এবার আরও বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গের।

28

আপাতত ২-৩ দিন বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টি এখনই হবে না। আবহাওয়া দপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের।

38

বৃহস্পতি ও শুক্রবার কলকাতায় বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা। ভিজতে পারে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া।

48

বুধবারও বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বুধবার বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর।

58

তবে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টির সতর্কতা নেই। আজ দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের হালকা বৃষ্টি হতে পারে।

68

হালকা বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। আবহাওয়া দফতর জানিয়েছে এই সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

78

এদিকে আজ ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলায় জেলায়। ভারী বৃষ্টি হতে পারে উপরের দিকের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহারে।

88

উত্তরবঙ্গের কোনো কোনো অংশে অতিভারী বৃষ্টিও হতে পারে। ইতিমধ্যেই কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। নতুন সপ্তাহভর ভিজতে পারে উত্তরের বাকি জেলাগুলিও।

Share this Photo Gallery
click me!

Latest Videos