"দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি হোক! সিবিআই তদন্তে আপত্তি নেই" আরজিকর প্রসঙ্গে আর কী বললেন মুখ্যমন্ত্রী?

Published : Aug 10, 2024, 01:06 PM ISTUpdated : Aug 10, 2024, 01:10 PM IST
mamata banerjee

সংক্ষিপ্ত

"দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি হোক! চিকিৎসকেদের আন্দোলন যুক্তিসঙ্গত" আরজিকর প্রসঙ্গে আর কী বললেন মুখ্যমন্ত্রী?

শুক্রবার সকাল ১১ নাগাদ আরজিকর হাসপাতালের সেমিনার হলে উদ্ধার করা হয় ক্ষত বিক্ষত তরুণীর দেহ। প্রাথমিক পর্যায়ে আত্মহত্যার দাবি করলেও পরে খুন বলেই জানা যায় প্রাথমিক তদন্তে এরপর রাতে এক অভিযুক্তকে গ্রেফতারও করেছে পুলিশ। এবার এ প্রসঙ্গে কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগেও মৃতার পরিবারের সঙ্গে ফোনে কথা বলেন মুখ্যমন্ত্রী ।

 তিনি জানান, ""আমি প্রথমেই বলি তরুণীর মৃত্যু অত্যন্ত মর্মান্তিক ও দুঃখজনক, আমার মনে হয় আমি পরিবারের কাউকে হারালাম। চিকিৎসকদের দাবি অত্যন্ত যুক্তি সঙ্গত। যে ডিম্যান্ড করা হচ্ছে তা যুক্তিযুক্ত। দরকার হলে ফাঁসির আবেদন করা উচিত। ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করা হয়েছে। ত্যেকটা হাসপাতাল যাতে ডাক্তারের গায়ে কেউ হাত না দেয়, সেই বিষয়ে লক্ষ্য রাখার চেষ্টা করি। আমাদের দায়িত্ব যেমন রয়েছে তেমনই হাসপাতেলর সুপার ও অন্যান্য কর্তৃপক্ষেরও দায়িত্ব রয়েছে। তাদের কোনও দোষ রয়েছে কি না তাও আমরা খতিয়ে দেখব।

আমরা চাই কেসটার সঠিক বিচার হোক। ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার হতে হবে। সরকারের উপরে বিশ্বাস না থাকলে সিবিআই তদন্ত কেউ চাইতেই পারে। তাতে আমার কোনও আপত্তি নেই। আমরা চাই ঘটনার সঠিক তদন্ত হোক। দোষীরা শাস্তি পাক।

আমি পরিস্কার বলছি যেই হোক তাঁর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি হোক। কিছু কিছু ক্ষেত্রে এই ধরনের শাস্তি দরকার যাতে এমন ঘটনা আর না ঘটে। চিকিৎসকেরা আন্দোলন করুক, মিছিল করুণ কিন্তু পাশাপাশি রোগীর চিকিৎসাও করুন এটাই আমার আবেদন থাকল। সব কিছু থাকা সত্ত্বেও এই ঘটনাটি ঘটেছে , সেমিনার হলে। তবে যাকে ধরা হয়েছে তার ওখানে যাতায়াত ছিল। যারা ওখানে নিত্য যাতায়াত করেন তাদের মধ্যেই কেউ একজনই অপরাধী হতে পারে। আমি বলব যে চিকিৎসকেদের যা দাবি রয়েছে তাদের ক্ষোভ সঙ্গত। ওদের সঙ্গে আমি আগেও ছিলাম এখনও থাকব। তবে আরজি করের জায়গাটা আরও বাড়ানো উচিত।"

PREV
click me!

Recommended Stories

আমি সব দিক থেকে বাঙালি হতে চাই: কেন এমন কথা বললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস
শেখ শাহজাহানের বিরুদ্ধে জমি দখলের ৩০০০ অভিযোগ! আদালতে রিপোর্ট দিল CBI