"৯ মিনিট ২৬ সেকেন্ডে ৭৬ বার আমি, তিনি একজন আত্মকেন্দ্রিক, আত্মতৃপ্ত ব্যক্তি'" শুভেন্দুর নিশানায় মুখ্যমন্ত্রী

Published : Sep 16, 2024, 01:46 PM ISTUpdated : Sep 16, 2024, 01:52 PM IST
Suvendu Adhikari calls for Trinamool Congress shaheed diwas to be observed on July 21 as Democracy murder Day bsm

সংক্ষিপ্ত

শনিবার জুনিয়র ডক্টরস মুভমেন্টের প্ল্যাটফর্মে বক্তৃতা করার সময় মমতা বন্দ্যোপাধ্যায় ১০ মিনিটেরও কম সময়ে ৭৬ বার 'আমি' এবং 'আমার' বলেছিলেন। একই সঙ্গে শুভেন্দুবাবু লিখেছেন, 'তিনি একজন আত্মকেন্দ্রিক, আত্মতৃপ্ত ব্যক্তি।' 

টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে শনিবার রাতে আরজি কর মেডিক্যালের ডাক্তারকে খুন ও ধর্ষণের মামলায় প্রমাণ নষ্ট করার অভিযোগে সিবিআই গ্রেপ্তার করেছিল। গ্রেফতার হন হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। একই সঙ্গে পরদিন সকালে মমতার ভাষণের ভিডিও ব্যবহার করে মমতাকে আক্রমণ করেন রাজ্যের বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী।

এই প্রসঙ্গে একটি ভিডিও ভিডিওটি পোস্ট করে শুভেন্দু অধিকারী দাবি করেছেন যে, শনিবার জুনিয়র ডক্টরস মুভমেন্টের প্ল্যাটফর্মে বক্তৃতা করার সময় মমতা বন্দ্যোপাধ্যায় ১০ মিনিটেরও কম সময়ে ৭৬ বার 'আমি' এবং 'আমার' বলেছিলেন। একই সঙ্গে শুভেন্দুবাবু লিখেছেন, 'তিনি একজন আত্মকেন্দ্রিক, আত্মতৃপ্ত ব্যক্তি।'

শনিবার দুপুর ১টা নাগাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ স্বাস্থ্যকেন্দ্রের সামনে জুনিয়র চিকিৎসকদের মঞ্চে আসেন। সেখানে তিনি প্রায় ১০ মিনিট আলোচনা করেন। বক্তৃতায় জুনিয়র চিকিৎসকরা আলোচনার আহ্বান জানিয়ে ধর্মঘট প্রত্যাহারের অনুরোধ জানান। তিনি ঘোষণা করেছেন যে তিনি রাজ্যের সমস্ত মেডিকেল কলেজের রোগী কল্যাণ সংঘ ভেঙে দিচ্ছেন। তিনি বলেন, 'যাকে আমার কাছের মানুষ বলা হয় তাকে আমি চিনি না।' মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যায়, 'অপরাধীরা আমার বন্ধুও নয়, শত্রুও নয়।'

 

শনিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণের ৪২ সেকেন্ডের একটি সম্পাদিত ভিডিও প্রকাশ করেছেন শুভেন্দুবাবু। শুভেন্দুবাবুর পোস্ট করা ভিডিওতে মমতা বন্দ্যোপাধ্যায় ৭৬ বার 'আমি' এবং 'আমার' বলেছেন। পোস্টে শুভেন্দুবাবু লিখেছেন, ‘আমি, আমি, আমার, আমার...৯ মিনিট ২৬ সেকেন্ডে ৭৬ বার। স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র চিকিৎসকদের বিক্ষোভে বক্তব্য রাখতে গিয়ে এভাবেই ঢোল পিটিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এটি তার এবং তার ব্যক্তিত্ব। তিনি একজন আত্মকেন্দ্রিক মেগালোম্যানিয়াক। তাই এই অচলাবস্থার সমাধান পাওয়া খুবই কঠিন।’

PREV
click me!

Recommended Stories

Messi Kolkata : অবশেষে অপেক্ষার অবসান! 'সিটি অফ জয়'-এ পা রাখলেন বিশ্বজয়ী লিওনেল মেসি
প্রকাশিত নতুন নিয়োগ প্রক্রিয়ার ইন্টারভিউয়ের তালিকা, জোড়া আর্জি নিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছে এসএসসি