সোশ্যাল মিডিয়ার বন্ধুত্ব গড়াল ‘ধর্ষণ’ পর্যন্ত, নিউটাউনে যুবতীকে ধর্ষণের দায়ে গ্রেফতার করা হল গড়ফার যুবককে

যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছিলেন ধর্ষিতা তরুণী। এবার তাঁর সেই অভিযোগের ভিত্তিতে তল্লাশি চালিয়ে সেই যুবককে গ্রেফতার করল বিধাননগরের পুলিশ। 

Web Desk - ANB | Published : Dec 14, 2022 9:55 AM IST

নিউটাউন গেস্ট হাউজ়ে ডেকে এক যুবতীকে ধর্ষণ। কিছুদিন আগেই এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছিল রাজারহাট এলাকায়। বিধাননগর থানায় এক যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছিলেন ধর্ষিতা তরুণী। এবার তাঁর সেই অভিযোগের ভিত্তিতে তল্লাশি চালিয়ে সেই যুবককে গ্রেফতার করল বিধাননগরের পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতার হওয়া এই যুবকের বাড়ি গড়ফা থানা এলাকায়, তাঁর নাম সোনু সরকার। মঙ্গলবার রাতে তাঁর নিজের বাড়ি থেকেই তাঁকে গ্রেফতার করেছে ইকো পার্ক থানার পুলিশ। বুধবার ধৃত সোনুকে বারাসত আদালতে পেশ করা হবে বলে জানা গেছে।

Latest Videos

ধৃতকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ আধিকারিকরা জানতে পেরেছেন যে, তাঁর সঙ্গে বেশ কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় পরিচয় হয় ওই যুবতীর। এরপরই ধীরে ধীরে দু’জনের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে এবং তারপর দুজনের ঘনিষ্ঠতা বৃদ্ধি পায়। নির্যাতিতা মহিলার বক্তব্যও বিস্তারিত ভাবে খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

পুলিশ সূত্রে খবর, গত রবিবার রাতে সোশ্যাল মিডিয়ার ওই বান্ধবীকে নিয়ে নিউটাউনের একটি গেস্ট হাউসে গিয়ে ওঠেন ধৃত যুবক। এরপর ওই যুবতীকে মাদক খাইয়ে দেন তিনি। কিছুক্ষণের মধ্যেই যুবতী কিছুটা অচৈতন্য হয়ে পড়লে তাঁর ইচ্ছার বিরুদ্ধে জোর করে তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। ঘটনার পরদিনই ইকোপার্ক থানায় গিয়ে যুবকের বিরুদ্ধে মাদক খাইয়ে তাঁকে ধর্ষণ করার অভিযোগ দায়ের করেন ওই নির্যাতিতা তরুণী। ঘটনার তদন্তে নেমে মঙ্গলবার গড়ফা এলাকা থেকে সোনু সরকারকে গ্রেফতার করে ইকোপার্ক থানার পুলিশ।

তাঁর অভিযোগ পেয়েই অভিযুক্ত যুবকের খোঁজে তল্লাশি শুরু করে বিধাননগরের পুলিশ। খুঁজে দেখা হয় ধৃতের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টও। এই অনুসন্ধানের জেরে বেরিয়ে আসে অভিযুক্ত সোনু সরকারের গড়ফা থানা এলাকার বসবাসের হদিশ। এর পরেই মঙ্গলবার রাতে তাঁর বাড়িতে হানা দেন পুলিশ আধিকারিকরা। তখনই তাঁকে হাতেনাতে পাকড়াও করে নিয়ে যাওয়া হয় ইকো পার্ক থানায়।


 


আরও পড়ুন-
চিকিৎসকদের দেখেই রে রে করে তেড়ে এলেন রোগীর ‘পরিচিত’রা, জলপাইগুড়ির হাসপাতালে মধ্যরাতে বহিরাগতদের ‘তাণ্ডব’
ভেঙে দেওয়া হল ছাত্রছাত্রীদের অবস্থান মঞ্চ, রাতের অন্ধকারে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ফের আলোড়ন
পশ্চিমবঙ্গ নিয়ে জোরালো স্ট্র্যাটেজি তৈরিতে লেগে পড়ল পদ্মশিবির, নয়াদিল্লিতে বিজেপির বৈঠকে থাকছেন দিলীপ-শুভেন্দু

Share this article
click me!

Latest Videos

'তৃণমূল সরকার মানুষকে পরিষেবা দিতে ব্যর্থ তাই পথে নেমে পড়েছে রাজ্য়পাল', মন্তব্য শমীক ভট্টাচার্যের
মহিলাদের নিরাপত্তায় বড় উদ্যোগ! ফ্রী ক্যারাটে প্রশিক্ষণ শিবির রাজ্যজুড়ে! | RG Kar
Weather Update : কবে থেকে জাঁকিয়ে শীত বাংলায়? দেখুন কী বললেন হাওয়া অফিস
আবারও বাংলাদেশে হিন্দুদের উপর হামলা, গর্জে উঠে যা বললেন শুভেন্দু অধিকারী
ভাইদের জন্য সত্য নারায়ণ মিষ্টান্নে নতুন মিষ্টির ভাণ্ডার! Singur-এ ভাই ফোঁটায় উপচে পড়া ভিড়