সংক্ষিপ্ত

তাঁরা চিকিৎসকদের উদ্দেশে গালিগালাজও করতে থাকেন বলে অভিযোগ। এরপরেই শুরু হয় চিকিৎসকদের হুমকি দেওয়া।

বহিরাগতদের তাণ্ডবে উত্তপ্ত হয়ে উঠল জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের অধীনে থাকা সুপার স্পেশালিটি হাসপাতাল। মঙ্গলবার রাতের চাঞ্চল্যকর ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন হাসপাতালের চিকিৎসক থেকে শুরু করে সমস্ত কর্মীরা।

হাসপাতালের মধ্যে হঠাৎ করে বহিরাগতরা ঢুকে আসায় স্তম্ভিত হয়ে যান স্বাস্থ্য কর্মীরা। আচমকা আক্রমণের জেরে জখমত হন হাসপাতালের এক কর্মীও। হাতে গুরুতর চোট নিয়ে হাসপাতালে ভর্তি করতে হয় এক কর্মীকে। চিকিৎসকদের পক্ষ থেকে স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার জেরে হাসপাতালে পুলিশ ফাঁড়ি তৈরী করে দেওয়ার দাবি জানিয়েছেন চিকিৎসকরা।

চিকিৎসকদের সূত্রে জানা গেছে যে, মঙ্গলবার সন্ধ্যায় কীটনাশক খাওয়া অবস্থায় হাসপাতালে নিয়ে আসা নয় এক রোগীকে। সেই সময়ে তাঁর অবস্থা ছিল অত্যন্ত আশঙ্কাজনক। এর কিছুক্ষণের মধ্যেই ওই রোগীর ‘পরিচিত’ বলে পরিচয় দিয়ে মধ্যরাতে কয়েকজন যুবক ওয়ার্ডের মধ্যে ঢুকে চিৎকার চেঁচামেচি করতে থাকেন এই বলে যে, রোগীর ঠিক মতো চিকিৎসা করা হচ্ছেনা। এই অভিযোগ তুলে কর্তব্যরত চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করতে থাকেন এই বহিরাগতরা। এমনকি তাঁরা চিকিৎসকদের উদ্দেশে গালিগালাজও করতে থাকেন বলে অভিযোগ। এরপরেই শুরু হয় চিকিৎসকদের হুমকি দেওয়া। যার জেরে আতঙ্কিত হয়ে পড়েন সমস্ত চিকিৎসক ও কর্তব্যরত নার্সিং কর্মীরা।

পরিস্থিতি সামাল দিতে দৌড়ে আসেন হাসপাতালের নিরাপত্তা রক্ষী ও অন্যান্য কর্মীরা। তাঁরা এগিয়ে আসতেই ক্ষিপ্র বেগে তাঁদের উপর চড়াও হন বহিরাগত যুবকরা। হাসপাতালের ভেতরেই বেধে যায় খণ্ডযুদ্ধ। এর জেরেই হাসপাতালের এক কর্মী হাতে গুরুতর চোট পান। বর্তমানে সেই কর্মী ওই সুপার স্পেশালিটি হাসপাতালেই ভর্তি রয়েছেন।

এই ঘটনার পর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ও অন্যান্য কর্মীরা সন্ত্রস্ত হয়ে পড়েন। চিকিৎসকদের পক্ষ থেকে স্থানীয় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এর পাশাপাশি কর্মীদের নিরাপত্তার জন্য হাসপাতালে একটি পুলিশ ফাঁড়ির করে দেওয়ারও দাবি করেছেন চিকিৎসকরা।

এই ঘটনার ফলে হাসপাতালের পরিষেবা বন্ধ করে দেন কর্মীরা। ফলে হাসপাতালে আসা রোগীদের অ্যাম্বুল্যান্স থেকে নামিয়ে আনতে সমস্যায় পড়েন রোগীর আত্মীয়রা। রোগীদের ভেতরে নিয়ে আসতে হয় স্বয়ং পরিজনদের। পরে পুলিশ এসে তদন্ত শুরু করলে পুনরায় হাসপাতালে সমস্ত পরিষেবা স্বাভাবিক হয়েছে বলে জানা গেছে ৷



আরও পড়ুন-
ভেঙে দেওয়া হল ছাত্রছাত্রীদের অবস্থান মঞ্চ, রাতের অন্ধকারে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ফের আলোড়ন
পশ্চিমবঙ্গ নিয়ে জোরালো স্ট্র্যাটেজি তৈরিতে লেগে পড়ল পদ্মশিবির, নয়াদিল্লিতে বিজেপির বৈঠকে থাকছেন দিলীপ-শুভেন্দু

মানুষের বিক্ষোভের মুখে পড়েই পিছু হঠল জিনপিং সরকার, লকডাউন বিধি শিথিলের পর এবার কোভিড অ্যাপ বন্ধ করল চিন প্রশাসন