Kolkata Metro: উৎসবের মুখে ভোগান্তির আশঙ্কা যাত্রীদের, টালিগঞ্জ থেকেই ফিরে যাবে ৩২টি মেট্রো

Published : Sep 12, 2025, 07:35 AM IST

কবি সুভাষ মেট্রো স্টেশন বন্ধ হওয়ার পর, শহিদ ক্ষুদিরাম স্টেশনে ট্রেন সংখ্যা কমেছে। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে যে কিছু ট্রেন মহানায়ক উত্তম কুমার স্টেশনে শেষ হবে, যা যাত্রীদের অসুবিধার সৃষ্টি করবে।

PREV
15

পুজোর আগে প্রশ্নের মুখে কলকাতা মেট্রো। আগেই বন্ধ হয়েছে কবি সুভাষ মেট্রো। এবার ট্রেন কমছে শহিদ ক্ষুদিরাম স্টেশনেও। বৃহস্পতিবার এমনই জানিয়ে দিল মেট্রো কর্তৃপক্ষ।

25

কবি সুভাষ স্টেশন বন্ধ হওয়ার পরে দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরামের মধ্যে চলছিল মেট্রো। কিন্তু তারপর প্রায় প্রতিদিনই ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। বাতিল হয়ে যাচ্ছে বহু ট্রেন। এরই মাঝে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে এবার থেকে বেশ কিছু মেট্রো মহানায়ক উত্তম কুমার স্টেশনেই শেষ হয়ে যাবে। জানা গিয়েছে, ২৭২টি মেট্রোর মধ্যে ৩২টি ট্রেন কবি সুভাষ স্টেশন অবধি যাবে না।

35

মহানায়ক উত্তম কুমার স্টেশনেক শেড সারানো, শহীদ ক্ষুদিরাম স্টেশনে রেক রিভার্সাল তৈরি এবং কবি সুভাষ স্টেশনের সংস্কারের বিষয় নজর রাখছে কর্তৃপক্ষ। এরই সঙ্গে যাতে দুটি ট্রেনের মধ্যে পাঁচ মিনিটের তফাত থাকে সে দিকে খেয়াল রাখা হচ্ছে।

45

এবার পুজোর আগে এল খারাপ খবর। এমনিতেই পুজোর সময় মেট্রোতে অধিক ভিড় দেখা যায়। এবার পুজোর আগে প্রশ্নের মুখে কলকাতা মেট্রো। বৃহস্পতিবার মেট্রো নিয়ে বিরাট ঘোষণা করল কর্তৃপক্ষ। এবার থেকে ২৭২টি মেট্রোর মধ্যে ৩২টি ট্রেন কবি সুভাষ স্টেশন অবধি যাবে না। এর ফলে বাড়বে জটিলতা।

55

এদিকে প্রায়শই মেট্রো বিভ্রাটের খবর আসছে সামনে। বৃহস্পতিবারও ঘটে বিপত্তি। সেদিন কবি সুভাষ স্টেশনে লাইনে সমস্যা থাকায় প্রায় তিরিশ মিনিট বন্ধ ছিল মেট্রো। হয়রানির শিকার হয় সাধারণ মানুষ। এদিন ডাউন লাইন থেকে আপ লাইনে রেক ঘোরানোর সময় লাইনের পয়েন্টে গণ্ডগোল দেখা যায়।

Read more Photos on
click me!

Recommended Stories