- Home
- West Bengal
- Kolkata
- Kolkata Metro: বন্ধ হতে চলেছে টালিগঞ্জ থেকে শহিদ ক্ষুদিরাম মেট্রো পরিষেবা, ভোগান্তির আশঙ্কা যাত্রীদের
Kolkata Metro: বন্ধ হতে চলেছে টালিগঞ্জ থেকে শহিদ ক্ষুদিরাম মেট্রো পরিষেবা, ভোগান্তির আশঙ্কা যাত্রীদের
রবিবার শহিদ ক্ষুদিরাম স্টেশন বন্ধ থাকায় মেট্রো পরিষেবা ব্যাহত হবে। টালিগঞ্জ থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ থাকবে রবিবার দুপুর পর্যন্ত। এর ফলে যাত্রীদের ভোগান্তি বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

একের পর এক মেট্রো বিভ্রান্তির খবর আসছে। গতকাল সকালে ও সন্ধ্যায় মেট্রোতে যান্ত্রিক ত্রুটির কারণে বিপাকে পড়েছিলেন সাধারণ মানুষ। এবার এল আগাম সতর্কবার্তা। দুঃসংবাদ এল ব্লু লাইনের মেট্রো যাত্রীদের জন্য। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ থাকবে পরিষেবা।
বৃহস্পতিবার এই মর্মে জারি হয়েছে বিজ্ঞপ্তি। তাতে উল্লেখ করা হয়েছে, শহিদ ক্ষুদিরাম স্টেশন ৩০ অগাস্ট, শনিবার রাত ১১টা থেকে ৩১ অগাস্ট রবিবার বেলা ৩টে পর্যন্ত বন্ধ থাকবে। রবিবার ৪টের পর চালু হবে মেট্রো চলাচল।
এই দিন সকাল সাতটায় মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর এবং দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত একট মেট্রো পাওয়া যাবে। গ্রিন সাইনে সকাল ৯টার পরিবর্তে ওইদিন সকাল ৮টায় শুরু হবে মেট্রো পরিষেবা।
বর্তমানে মেট্রোতে দুর্ভোগ নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। কখনও টানেলে জল দাঁড়িয়ে যাচ্ছে, কখনও হচ্ছে যান্ত্রিক ত্রুটি। এমনকী, নির্ধারিত সময়ের অনেক দেরিতে আসছে মেট্রো। যে কারণে নিজের গন্তব্যে পৌঁছাতে সমস্যায় পড়তে হচ্ছে যাত্রীদের। এদিকে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ কবি সুভাষ স্টেশন। চলছে রক্ষণাবেক্ষণের কাজ।
এরই মাসে এল বড় খবর। শনিবার রাত থেকে রবিবার দুপুর পর্যন্ত বন্ধ থাকবে মেট্রো পরিষেবা। শহিদ ক্ষুদিরাম স্টেশন বন্ধ থাকবে। এর ফলে ফের ভোগান্তির শিকার হতে পারে যাত্রীরা। এমনই আশঙ্কা সর্বত্র।

