‘মমতা অন্যায় করতে পারে না, তাঁকে ফাঁসানো হয়েছে’ হাতে বিজেপির পতাকা নিয়ে মমতার প্রশংসা বৃদ্ধার, ভাইরাল হল ভিডিও

অনেকে বলছে যে মমতা নাকি সেই ডাক্তারকে মেরেছে। সেটা করতে পারে? ওই ডাক্তার তো কত মানুষের ভালো করেছে। মমতা মুখ্যমন্ত্রী হয়ে কখনও এত বড় অন্যায় করতে পারে? কখনও করতে পারে না।

Sayanita Chakraborty | Published : Sep 4, 2024 11:54 AM IST

মাথায় গেরুয়া টুপি। হাতে বিজেপির পতাকা নিয়ে মমতার সুনাম করলেন এই বৃদ্ধা। সদ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। ভিডিওটি শেয়ার করেছেন দেবাংশু। শেয়ার করে লেখেন, দেখুন কাণ্ড। বিজেপির মিছিলে আসা মহিলা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের জন্য কত কিছু করেছেন, মমতাকে মিথ্যা করে ফাঁসানো হচ্ছে। এটাই বাংলার খেটে খাওয়া মেহনতী মানুষের মনের কথা। বিজেপি, আপনার টাকা দিয়ে হয়তো মিছিলে, মিটিংয়ে মানুষের দেহ নিয়ে আসতে পারেন, কিন্তু মনটা যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁচলে বাধা পড়ে গিয়েছে। সেক্ষেত্রে কী করবেন?

 

Latest Videos

 

ভিডিও-তে দেখা যাচ্ছে, ওই মহিলা বলছে মমতা নির্দোষ। কোনও দোষ নেই। কোনওদিন দোষ করেনি। সেই মমতাকে দোষী বলছে। তাঁর দাবি পুলিশ মমতাকে দোষী বলছে। আরজিকর কাণ্ডের জন্য দোষী বলা হচ্ছে তাঁকে। জানায় সেই মহিলা। তিনি বলেন, বিধবা ভাতা, লক্ষ্মী ভাণ্ডার- সকলের ভালো করছে সে। কারও খারাপ করছে না। সেই মমতা এখন খারাপ হবে? কখনও নয়। আমরা বুড়ো। আমরা বুড়ো হয়ে গেলাম। কিন্তু, এটা যে হতে পারে তা মানব না আমরা। মানব না অন্যায়।…অনেকে বলছে যে মমতা নাকি সেই ডাক্তারকে মেরেছে। সেটা করতে পারে? ওই ডাক্তার তো কত মানুষের ভালো করেছে। মমতা মুখ্যমন্ত্রী হয়ে কখনও এত বড় অন্যায় করতে পারে? কখনও করতে পারে না।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল এই ভিডিও। যা নজর কেড়েছে সকলের। মমতার যে এমন অন্ধ ভক্ত আছে তারই প্রমাণ মিলল এমন ভিডিও থেকে। 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

শেষবার! লাইভ স্ট্রিমিং ও ভিডিওগ্রাফি হবে না জানিয়েই ডাক্তারদের ডেকে পাঠালেন মমতা | RG Kar Protest |
অনুদান ফেরালো মহিলারা! 'পরের বছর যদি না দেয় দেবে না' সাফ জানিয়ে দিল পুজো কমিটি | RG Kar Protest |
দেশের সম্প্রতিক অবস্থা নিয়ে চিন্তিত দেশবন্ধুর উত্তরসূরি প্রসাদ রঞ্জন দাশ, দেখুন কী বললেন | RG Kar
'এখনও, যদি কেউ! ভূতে মেরে দিয়ে গেল নাকি!' ঝাঁঝিয়ে উঠে যা বলে দিলেন দিলীপ | Dilip Ghosh | RG Kar News
'জাস্টিস ফর আরজি কর' ৫ দফা দাবিতে জুনিয়র ডাক্তারদের জনগর্জন | Doctors Protest | RG Kar Protest |