‘মমতা অন্যায় করতে পারে না, তাঁকে ফাঁসানো হয়েছে’ হাতে বিজেপির পতাকা নিয়ে মমতার প্রশংসা বৃদ্ধার, ভাইরাল হল ভিডিও

Published : Sep 04, 2024, 05:24 PM IST
mamata

সংক্ষিপ্ত

অনেকে বলছে যে মমতা নাকি সেই ডাক্তারকে মেরেছে। সেটা করতে পারে? ওই ডাক্তার তো কত মানুষের ভালো করেছে। মমতা মুখ্যমন্ত্রী হয়ে কখনও এত বড় অন্যায় করতে পারে? কখনও করতে পারে না।

মাথায় গেরুয়া টুপি। হাতে বিজেপির পতাকা নিয়ে মমতার সুনাম করলেন এই বৃদ্ধা। সদ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। ভিডিওটি শেয়ার করেছেন দেবাংশু। শেয়ার করে লেখেন, দেখুন কাণ্ড। বিজেপির মিছিলে আসা মহিলা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের জন্য কত কিছু করেছেন, মমতাকে মিথ্যা করে ফাঁসানো হচ্ছে। এটাই বাংলার খেটে খাওয়া মেহনতী মানুষের মনের কথা। বিজেপি, আপনার টাকা দিয়ে হয়তো মিছিলে, মিটিংয়ে মানুষের দেহ নিয়ে আসতে পারেন, কিন্তু মনটা যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁচলে বাধা পড়ে গিয়েছে। সেক্ষেত্রে কী করবেন?

 

 

ভিডিও-তে দেখা যাচ্ছে, ওই মহিলা বলছে মমতা নির্দোষ। কোনও দোষ নেই। কোনওদিন দোষ করেনি। সেই মমতাকে দোষী বলছে। তাঁর দাবি পুলিশ মমতাকে দোষী বলছে। আরজিকর কাণ্ডের জন্য দোষী বলা হচ্ছে তাঁকে। জানায় সেই মহিলা। তিনি বলেন, বিধবা ভাতা, লক্ষ্মী ভাণ্ডার- সকলের ভালো করছে সে। কারও খারাপ করছে না। সেই মমতা এখন খারাপ হবে? কখনও নয়। আমরা বুড়ো। আমরা বুড়ো হয়ে গেলাম। কিন্তু, এটা যে হতে পারে তা মানব না আমরা। মানব না অন্যায়।…অনেকে বলছে যে মমতা নাকি সেই ডাক্তারকে মেরেছে। সেটা করতে পারে? ওই ডাক্তার তো কত মানুষের ভালো করেছে। মমতা মুখ্যমন্ত্রী হয়ে কখনও এত বড় অন্যায় করতে পারে? কখনও করতে পারে না।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল এই ভিডিও। যা নজর কেড়েছে সকলের। মমতার যে এমন অন্ধ ভক্ত আছে তারই প্রমাণ মিলল এমন ভিডিও থেকে। 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

বাংলার DA মামলার রায় বেরোবে কবে? সুপ্রিম কোর্টে বিরাট দাবি করলেন সরকারি কর্মীরা
নমাজ শুনতেই বেশি অভ্যস্ত, তাই গীতা পাঠ শুনলে কানে রক্ত ঝরে মমতার: বিজেপি