দক্ষিণেশ্বরে পুজো দিয়ে বাড়ি ফেরা নিয়ে চিন্তায়? কালীপুজোর রাতে মিলবে অতিরিক্ত মেট্রো পরিষেবা

Published : Oct 20, 2025, 08:09 PM IST

Kali Puja Special Metro: উৎসবের শেষবেলায় যাত্রী পরিষেবা স্বাভাবিক রাখতে কালী পুজোতেও বিশেষ মেট্রোর ব্যবস্থা কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষের। জানুন আজ রাতের শেষ মেট্রো  কখন? 

PREV
15
কালীপুজো উপলক্ষে বাড়তি মেট্রো

দুর্গাপুজোর পর এবার কালীপুজো। উৎসবের শেষ মুহুর্তের আনন্দ চেটেপুটে নিতে দীপাবলির সকাল থেকেই রাস্তায় ভিড় আমজনতার। হুজুগে বাঙালিকে রাতভর পরিষেবা দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ। ২০ অক্টোবর অর্থাৎ সোমবার থাকছে রাতে বাড়তি মেট্রো পরিষেবা। 

25
রাতে বাড়তি মেট্রো পরিষেবা

দীপান্বিতা অমাবস্যা উপলক্ষে যারা আজ দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিতে যাচ্ছেন তাদের জন্য রয়েছে বাড়তি সুখবর কলকাতা মেট্রোরেলের তরফে। কারণ, ২০ অক্টোবর রাতের শেষ মেট্রোর সময় সূচিতে বদল। দক্ষিণেশ্বর থেকে বাড়ি ফেরার জন্য মেট্রো নিয়ে দুঃশ্চিন্তা করা লাগবে না। সোমবার রাতে মিলবে বাড়তি মেট্রো পরিষেবা। 

35
রাতের শেষ মেট্রো কখন?

কলকাতা মেট্রোরেল সূত্রে খবর, সোমবার কালীপুজোর রাতে দক্ষিণেশ্বর থেকে ফেরার পথে শেষ মেট্রো মিলবে রাত ১০টা ৫১ মিনিটে। সপ্তাহের অন্যান্য দিন এই রুটে শেষ মেট্রো দক্ষিণেশ্বর থেকে ছাড়ে রাত ৯টা ২৮ মিনিটে। 

45
ব্লু লাইনে শেষ মেট্রোর সময় সূচিতে বদল

সূত্রের খবর, দক্ষিণেশ্বরের পাশাপাশি ব্লু লাইনে শহিদ ক্ষুদিরাম থেকে  দক্ষিণেশ্বরের দিকে আপ লাইনেও রাতের শেষ মেট্রোর সময় সূচিতে বদল এনেছে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ। আজ রাতের শেষ মেট্রো পাওয়া যাবে রাত ১১টায়। অন্যান্য দিন যেটি রাত ৯টা ৩৩ মিনিটেই ছেড়ে যায়। 

55
ভিড় এড়াতে বাড়তি পদক্ষেপ

তবে শুধু মেট্রো পরিষেবায় রদবদল ঘটেনি। দীপান্বিতা অমাবস্য়া উপলক্ষে দক্ষিণেশ্বরে যে বাড়তি ভিড় হবে সেই কথা মাথায় রেখে আগে থেকেই যাত্রী নিরাপত্তায় বাড়তি সতর্কতা মূলক ব্যবস্থা নিয়েছে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ। কোনও রকম অপ্রীতিকর পরিস্থিতি যাতে না ঘটে তার জন্য বিশেষ পদক্ষেপ নিয়েছে প্রশাসন।  

Read more Photos on
click me!

Recommended Stories