Weather Update: আর কয়েক ঘণ্টার মধ্যেই ঝাঁপিয়ে আসতে চলেছে বৃষ্টি, বইবে ঝোড়ো হাওয়া

Published : Jun 04, 2025, 01:29 PM IST

বেশ কয়েকদিন ধরেই রাজ্য জুড়ে শুরু হয়েছে প্রবল ঝড়-বৃষ্টি। আজ বুধবার থেকে ফের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। আর কয়েক ঘন্টার মধ্যেই নাকি জেলায় জেলায় শুরু হবে ঝড়ের তাণ্ডব!

PREV
110

বৃষ্টি কই? সকলের মুখে এই একটাই প্রশ্ন ছিল। তবে আর চিন্তা নেই। কারণ আজ বুধবার থেকে ফের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর।

210

জানা গিয়েছে, মূলত পূর্ব বিহারের উপর একটি ঘূর্ণাবর্তের প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

410

বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি পরিমানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়।

510

তবে তাপপ্রবাহের মতো পরিস্থিতি থাকতে পারে দক্ষিণ ২৪ পরগনা এবং পশ্চিম মেদিনীপুর জেলায়।

610

এ ছাড়া মাত্রাতিরিক্ত গরম থাকবে ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া পূর্ব মেদিনীপুর এবং উত্তর ২৪ পরগনা জেলায়।

710

উত্তরবঙ্গে জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।

810

বুধবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সঙ্গে ঘন্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি জেলায়। এছাড়া ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং জেলায়।

910

বৃহস্পতিবার বাংলার আবহাওয়া কেমন থাকবে? এদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনায় ঝোড়ো হাওয়ার বেগ থাকবে ঘণ্টায় ৪০-৫০ কিমি।

1010

বাকি জেলাগুলিতে ৩০-৪০ কিমি বেগে ঝড় উঠবে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর মালদা জেলায় বৃষ্টি হবে।

Read more Photos on
click me!

Recommended Stories