Durga Puja 2025: শুরু বাঙালির শ্রেষ্ঠ উৎসবের কাউন্ট ডাউন, এ বছর কবে পড়েছে ষষ্ঠী? জানুন এক ঝলকে

Published : Jun 04, 2025, 11:53 AM IST

Durga Puja 2025: সামনেই রথযাত্রা। জগন্নাথদেবের রথযাত্রা মানেই শুরু বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর কাউন্ট ডাউন। এ বছর কোন তিথিতে পড়ছে দুর্গাপুজো? দেখুন ফটো গ্যালারিতে…

PREV
110
শিয়রে বাঙালির সেরা উৎসব

কথায় ব বলে বাঙালির বারো মাসে তেরো পার্বণ। আর এই তেরই পার্বণের সবথেকে সেরা পার্বণের শুভক্ষণ প্রায় আসন্ন। আর হাতে গোনা মাত্র ক-টা দিনের অপেক্ষা। তারপরই শুরু হয়ে যাবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব। 

210
বাজছে পুজোর বাদ্যি

এদিকে হাতে মাত্র আর কয়েক মাস সময় বাকি। কুমোরটুলিগুলিতেও এখন ব্যস্ততা তুঙ্গে। কারণ, আর যে কিছুদিন পরই আমবাঙালি মেতে উঠবে সবথেকে বড় উৎসব দুর্গাপুজোয়। 

310
বাংলা সহ একাধিক রাজ্যে দুর্গাপুজো

দুর্গাপুজোর জন্য যেমন বাংলা বিখ্যাত। তেমনই আশ্বিন মাসের এই শ্রেষ্ঠ উৎসব শুধু পশ্চিমবঙ্গবাসীর মধ্যে আবদ্ধ নয়। দুর্গাপুজোর আনন্দ ছড়িয়ে রয়েছে অসম, ত্রিপুরা, দিল্লি, ওড়িশাতেও। আর বিদেশ বিভুঁইতো আছেই। সর্বত্রই চলে উমার আরাধনা। 

410
শুভশক্তির বিজয়ের প্রতীক

শাস্ত্রমতে দুর্গাপুজো হল শুভশক্তির বিজয়ের প্রতীক। অশুভ যা আছে তার সবকিছুকে নাশ করে শুভশক্তির সূচনা করেন দেবী দুর্গা। ফলে শারদ উৎসব ঘিরে বাঙালির ঘরে ঘরে থাকে উন্মাদনা তুঙ্গে।  

510
মহালয়ার দিন থেকেই সূচনা পুজোর

আক্ষরিক অর্থে মহালয়ার দিন থেকেই শুরু হয়ে যায় বাঙালির দুর্গাপুজোর শুভ সূচনা। কারণ, মহালয়াতেই ঘটে পিতৃপক্ষের অবসান এবং মাতৃপক্ষের সূচনা। 

610
দুর্গাপুজো কবে থেকে শুরু

২০২৫ সালের ক্যালেন্ডার অনুযায়ী, এই বছর দুর্গাপুজো শুরু হচ্ছে ২৭ সেপ্টেম্বর শনিবার থেকে। এছাড়াও মহালয়া পড়েছে ২১ সেপ্টেম্বর। ফলে মহালয়ার দিন থেকেই পড়ে যাবে ঢাকে কাঠি। 

710
কবে দুর্গা ষষ্ঠী

পঞ্জিকা অনুযায়ী, ২৮ সেপ্টেম্বর রবিবার পড়েছে ষষ্ঠী। সাধারণত আশ্বিন মাসে ১০ দিন ধরে দুর্গাপুজো পালন হয়। তবে মূল উৎসব শুরু হয় এই ষষ্ঠী থেকে। কারণ ওই দিনই হয় দেবীর বোধন পুজো। 

810
সপ্তমীর দিনক্ষণ

২০২৫ সালের দুর্গাপুজোয় মহা সপ্তমী পড়েছে ২৯ সেপ্টেম্বর সোমবার। এবং মহা অষ্টমী পড়েছে ৩০ সেপ্টেম্বর মঙ্গলবার। মহা নবমী ১ অক্টোবর বুধবার। 

910
দশমীর দিনক্ষণ

মহা দশমীর দিনক্ষণ পড়েছে ২ অক্টোবর বৃহস্পতিবার। এছাড়াও দুর্গাপুজোর রেশ কাটতে না কাটতেই চলে আসে বাঙালির আরও কিছু উৎসব। 

1010
লক্ষ্মীপুজো ভাইফোঁটা

দুর্গাপুজো শেষ হতে না হতেই চলে আসে লক্ষ্মী পুজো, কালী পুজো এবং ভাইফোঁটা। তিথি অনুসারে  এবার লক্ষ্মী পুজো পড়েছে ৬ অক্টোবর সোমবার। এবং কালীপুজো ২০ অক্টোবর সোমবার ও ভাইফোঁটা ২৩  অক্টোবর বৃহস্পতিবার। 

Read more Photos on
click me!

Recommended Stories