দক্ষিণবঙ্গের জেলাগুলোতে এখনও শীতের আমেজ নেই। কলকাতা সহ বিভিন্ন জেলায় বৃষ্টি হচ্ছে এবং আগামী ২৪ ঘন্টায় আবহাওয়ার তেমন পরিবর্তন হবে না। সপ্তাহান্তে কলকাতা, হাওড়া সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গের জেলাগুলোতে এই বছরের শেষেও তেমন ঠান্ডার আমেজ নেই। কলকাতা সহ অন্যান্য় জেলায় চলছে বৃষ্টির আমেজ।
ক্ষণে ক্ষণে মুখ ভার হচ্ছে আকাশের। আবহাওয়া দফতর সূত্রের খবর ফের হতে পারে বৃষ্টি।
সূত্রের খবর, আগামী ২৪ ঘন্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আবহাওয়ার তেমন কোনও পরিবর্তন ঘটবে না। পরবর্তী তিন দিন সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত নামতে পারে।
এরপর ফের উর্ধ্বমুখী হবে পারদ। সঙ্গে সপ্তাহান্তে আছে বৃষ্টির সম্ভাবনা।
শীতের আমেজকে জল ঢেলে ফের হতে পারে বৃষ্টি। সপ্তাহান্তে শনি ও রবিবার বৃষ্টির প্রবল সম্ভাবনা।
বৃষ্টিতে ভিজবে কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম। সঙ্গে পশ্চিম বর্ধনান, বীরভূম এবং মুর্শিদাবাদে হতে পারে বৃষ্টি।
জানা গিয়েছে, পশ্চিমি ঝঞ্জার কারণে হচ্ছে বৃষ্টি। আর এই বৃষ্টি বাধা হয়ে দাঁড়িয়েছে শীতের সামনে।
এদিকে উত্তরবঙ্গ এখন শুকনো থাকবে। সেখানে পাঁচ জেলায় শুষ্ক আবহাওয়া।
২৮ এবং ২৯ তারিখ দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং-এ হতে পারে বৃষ্টি।
আজ কলকাতার তাপমাত্রা থাকবে ১৭ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ ২৭ ডিগ্রি সেলসিয়াস।