পার্থর প্রতিবেশী আরজি করের সঞ্জয় আর সন্দীপ, জানুন কীভাবে জেলের মধ্য দিন কাটছে তাদের

Published : Sep 13, 2024, 10:45 AM IST

আরজি কর হত্যাকাণ্ডের ধৃত সঞ্জয় রায় এবং প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ উভয়ই এখন প্রেসিডেন্সি জেলে। একই জেলে থাকলেও সন্দীপের আগমনে উদাসীন সঞ্জয়।

PREV
110
সঞ্জয় আর সন্দীপ

সঞ্জয় রায় আরজি কর হত্যাকাণ্ডের একমাত্র ধৃত। আর সন্দীপ ঘোষ হলেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ। তিনি হাসপাতালেরই আর্থিক কেলেঙ্কারিতে অভিযুক্ত।

210
পার্থ চট্টোপাধ্যায়ের প্রতিবেশী সঞ্জয় আর সন্দীপ

শিক্ষা ক্ষেত্রে দুর্নীতির অভিযোগে কয়েক বছর ধরেই প্রেসিডেন্সি জেলে রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এবার তাঁরই প্রতিবেশী সঞ্জয় আর সন্দীপ।

310
উদাসীন সঞ্জয়

জেল সূত্রের খবর আগে থেকেই সঞ্জয় ছিলেন প্রেসিডেন্স জেলের পয়লা বাইশ ওয়ার্ডে। সেই ওয়ার্ডেই পাঠান হয়েছে সন্দীপ ঘোষকে। কিন্তু তাই শুনে উদাসীন রইলেন সঞ্জয় রায়।

410
সঞ্জয়ের কথা

জেল সূত্রের খবর সন্দীপকে একই ওয়ার্ডে রাখা হয়েছে শুনে সঞ্জয় রায় বলেছিলেন, 'তাতে আমার কী!' কিন্তু কেন এমন মন্তব্য। তাই নিয়েই শুরু হয়েছে কাঁটাছেঁড়া।

510
জেলে সুমন ও বিপ্লবরাও

প্রেসিডেন্সে জেলে রয়েছে আর্থিক দুর্নীতিকাণ্ডে ধৃত বিপ্লব ও সুমন। কিন্তু কারও সঙ্গে কারও দেখা হচ্ছে না।

610
সন্দীপের ঠিকানা

সন্দীপকে রাখা হয়েছে প্রেসিডেন্সি জেলের পয়লা ২২ নম্বর ওয়ার্ডের ১০ নম্বর সেলে।

710
সঞ্জয় রায়ের ঠিকানা

জেল সূত্রের খবর পয়লা বাইশ ওযার্ডেরই ১১ নম্বর সেলে রয়েছে সঞ্জয় রায়।

810
পার্থর ঠিকানা

পার্থ চট্টোপাধ্যায় দীর্ঘ দিন ধরেই রয়েছেন এই ওয়ার্ডের ১১ নম্বর সেলে।

910
কড়া নিরাপত্তা

জেল সূত্রের খবর, আরজি করের অভিযুক্তদের একে অপরের সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা খুবই কম। কড়া নজরদারিতে রাখা হয়েছে। সিসিটিভি ক্যামেরা রয়েছে সেলে। বিশেষ কারারক্ষীও রাখা হয়েছে।

1010
স্বাস্থ্যপরীক্ষা

ধৃত সঞ্জয় আর সন্দীপের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা হচ্ছে। হাইপ্রোফাইল বন্দির মতই তাদের রাখা হয়েছে।

click me!

Recommended Stories