'আমৃত্যু কারাদণ্ড', আরজি কর-কাণ্ডে এই সাজা শোনার পরে কী বলল সঞ্জয় রায়

শিয়ালদহ আদালতের অতিরিক্ত জেলা দায়রা বিচারক অনির্বাণ দাস আরজি কর কাণ্ডে দোষী সাব্যস্ত হওয়া সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন। কিন্তু রায় শোনার পরই কেঁদে ফেলল সঞ্জয় রায়।

 

Saborni Mitra | Published : Jan 20, 2025 4:31 PM
110
সঞ্জয় রায়

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের তরুণী চিকিৎসক খুন ও ধর্ষণকাণ্ডে সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত।

210
আদালতে সঞ্জয় রায়

সোমবার আদালতে উপস্থিত ছিলে কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়।

310
সঞ্জয়ের প্রতিক্রিয়া

সাজা ঘোষণার পরই সঞ্জয় রায় আদাললেত নির্দেশ শুনেই প্রায় কেঁদে ফেলেন।

410
বিড়বিড় করে বলেন

রায় ঘোষণার পরই সঞ্জয় রায় বিড়বিড় করে বলেন, 'আমার তো বদনাম হয়ে গেল।'

510
সঞ্জয়ের আইনজীবী

সাজা ঘোষণার পরই সঞ্জয় রায়ের আইনজীবী বলেন, 'আপনার মৃত্যুদণ্ড নয়, আমৃত্যু কারাদণ্ড দেওয়া হল।'

610
সঞ্জয়ের সাজা

শিয়ালদহ আদালতের নির্দেশ অনুযায়ী সঞ্জয় রায়কে জীবনের শেষ দিন পর্যন্ত কারাগারে থাকতে হবে।

710
৫০ হাজার টাকা জরিমানা

সঞ্জয় রায়কে একই সঙ্গে ৫০ হাজার জরিমানা ধার্য করা হয়েছে। জরিমানা অনাদায়ে অতিরিক্ত ৫ মাসের কারাদণ্ডের নির্দেশও দিয়েছে আদালত।

810
নির্যতিতার পরিবারকে জরিমানা

আদালত নির্যাতিতার পরিবারকে ১৭ লক্ষ টাকা ক্ষতিপুরণ দিতে নির্দেশ দিয়েছে সরকারকে। যদিও নির্যাতিতার পরিবার ক্ষতিপুরণের টাকা নিতে অস্বীকার করেছে।

910
১৭ লক্ষ টাকার হিসেব

আদলত জানিয়েছে, কর্মক্ষেত্রে ধর্ষণের জন্য ৭ লক্ষ টাকা আর হত্যার জন্য ১০ লক্ষ টাকা ক্ষতিপুরণ দেওয়ার কথা বলেছে।

1010
সঞ্জয় রায়

আরজি কর কাণ্ডে প্রথম থেকেই সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের নাম উঠেছিল। কলকাতা পুলিশই তাকে গ্রেফতার করে। সিবিআইও সঞ্জয় রায়কে কাঠগড়ায় দাঁড় করিয়েছিল।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos