আরজি করের নির্যাতিতাকে আগে খুনের পরে ধর্ষণ? দেহের আঘাতে নতুন রহস্য দেখছে সিবিআই
আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক তরুণীকে আগে খুন না আগে ধর্ষণ করা হয়েছে - তারই উত্তর খুঁজছে সিবিআই। অ্যান্টিমর্টেম এই শব্দটি ঘিরে বাড়ছে রহস্য।
Saborni Mitra | Published : Sep 29, 2024 7:23 AM IST
নির্যাতিতার দেহের আঘাতের চিহ্ন নিয়ে নতুন করে রহস্য দানা বাঁধতে শুরু করেছে। সিবিআই আঘাতের রহস্যের কিনারা করতে মরিয়া।
অ্যান্টিমর্টেম শব্দ নিয়ে রহস্য
সিবিআই সূত্রের খবর ময়নাতদন্তের রিপোর্টে লেখা রয়েছে অ্যান্টিমর্টেম এই শব্দটি। এর অর্থ আঘাতের ঘটনা মৃত্যের আগে। কিন্তু সিবিআই এই তত্ত্ব মানতে নারাজ।
জিজ্ঞাসাবাদ
সিবিআই সূত্রের খবর এই রহস্যের সমাধানে ইতিমধ্যেই নির্যাতিতার ময়নাতদন্তকারী চিকিৎসকদের ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টও মিলিয়ে দেখা হয়েছে।
ডোমেদেরও বয়ান রেকর্ড
সিবিআই সূত্রের খবর আঘাতের চিহ্ন সংক্রান্ত প্রশ্ন করা হয়েছে ডোমেদেরও। তাদের বয়ানও খতিয়ে দেখা হচ্ছে।
খুনের পরে ধর্ষণ!
সিবিআই তদন্তকারী সূত্রের খবর অনেকেই মনে করছেন আরজি কর-কাণ্ডে আগে খুন করা হয়েছে। তারপরই হয়েছে ধর্ষণ। নয়তো খুনের উদ্দেশ্যে নির্যাতিতাতে অর্ধমৃত অবস্থায় রেখে পালিয়ে গিয়েছিল অপরাধী বা অপরাধীরা। তারপরই ধর্ষণ করেছে সঞ্জয় রাই।
ক্রাইম সিন পরিদর্শন
সিবিআই একাধিকবার ক্রাইম সিন পরিদর্শন করেছেন। তাতেই তাদের অনুমান তরুণী চিকিৎসককে অন্য কোনও মোটিভে খুন করা হয়েছে। খুনের আগে ধর্ষণ করা হয়নি।
২ মোবাইল নিয়েও রহস্য
আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সুদীপ্ত ঘোষের ঘনিষ্টের দুটি মোবাইল ফোন নিয়েও রহস্য বাড়ছে। সিবিআই সূত্রের খবর সেখান থেকে অনেক ছবি ও তথ্য মুছে ফেরা হয়েছে। তাই ফরেন্সিকের জন্য আবার পাঠান হয়েছে।
সন্দীপের বিরুদ্ধে তথ্য
সিবিআই সূত্রের খবর আরজি করের ঘটনার একাধিক তথ্য প্রমাণ লোপাট করেছিল সন্দীপ ঘোষ- এমন একাধিক প্রমাণ সিবিআই সংগ্রহ করতে পেরেছেন। সেই অভিযোগ প্রমাণিত হলে ফাঁসি পর্যন্ত হতে পারে সন্দীপের।
মোবাইল তথ্য জরুরি
মোবাইলের তথ্যগুলি উদ্ধার করা গেলে এই মামলার তদন্তের কাজ আরও সহজ হবে। সন্দীপের বিরুদ্ধে যেসব গুরুত্বর অভিযোগ এখনও পর্যন্ত পাওয়া গিয়েছে তা আদালতে প্রমাণ করতে মোবাইলে ডিলিট করা তথ্যগুলি উদ্ধার করা খুব জরুরি।