‘’মুখ্যমন্ত্রী মন মেজাজ এখন কোনওটাই ভালো নেই। তাই বিশ্ববাংলার পরিবর্তে ধনধান্যে বিজনেস সামিট হতে চলেছে ২০০ কোটি টাকা খরচ করে। যেখানে উপহার বিতরন খাওয়া দাওয়া চলবে। এবার আমরা এই শিল্পের মিথ্যাচার ক্যাম্প করে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেবো। আমাদের বিজিবি এসে মুখ্যমন্ত্রী যতগুলো মৌ করেছেন যেখানে শুধু প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। ২০১৫ মৌ সাক্ষরিত ৯০ টি ২০১৭- ১১০ , ২০১৮- ১৩৭ , ২০১৯-৮৬, ২০২৩-১৮৮, ২০২৪- ২১২, । ক্রমান্বয়ে বেড়েছে সংখ্যা । বিজিবি সে ২০১৫ তে ১৫ কোটি টাকা , ২০১৬-৩০ কোটি, ২০১৭-৩৫ কোটি টাকা, ২০১৮- ৪০ কোটি টাকা, ২০১৯- ৪৫ কোটি টাকা, ২০২২- ৪৫ কোটি টাকা, ২০২৩-৫০ কোটি টাকা , ২০২৪-৬৭ কোটি টাকা । এই টাকায় কত হাসপাতালে কাজ করা যাবে। এই খরচে হিসেব করলে মৌ সাক্ষরে বুঝতে পারবেন ৮০০ লক্ষ টাকা সাইট হয়েছে।''