বৃহস্পতিবার কলকাতার সুপার স্পেশালিটি হাসপালত এসএসকেএম-এ আগুন লাগে। এই ঘটনায় রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। জরুরি বিভাগের ডিসপ্লে বোর্ডে প্রথমে আগুন দেখতে পান প্রত্যক্ষদর্শীরা।
বৃহস্পতিবার কলকাতার সুপার স্পেশালিটি হাসপালত এসএসকেএম-এ আগুন লাগে। এই ঘটনায় রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। জরুরি বিভাগের ডিসপ্লে বোর্ডে প্রথমে আগুন দেখতে পান প্রত্যক্ষদর্শীরা। তবে তা ছড়িয়ে পড়ার আগেই আগুন নিয়ন্ত্রণে আনে দমকলের কর্মীরা। হাসপাতালে মোতায়েন থাকা ফায়ার ব্রিগেডই পরিস্থিতিত নিয়ন্ত্রণে আনে। তাই আগুন দ্রুত ছড়িয়ে পড়তে পারেনি।
এসএসকেএম হাসপাতালের ইমার্জেন্সি বিভাগের ডিসপ্লে বোর্ড রয়েছে। সেখানে আগুন লাগে বলে । শহরে নাগাড়ে বৃষ্টি হচ্ছে, সেই সময়েই আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়ায়। ইমার্জেন্সির সামনে সবসময়ে ভিড় থাকে। সেখানেই হাসপাতালে ভর্তি হওয়ার জন্য বেড টিকিট কাটতে হয়। সেই কাউন্টারে দীর্ঘ লাইন থাকে। ফলে ছোট অগ্নিকাণ্ড হলেও আতঙ্ক ছড়িয়ে পড়া স্বাভাবিক। তাছাড়া এসএসকেএম-এর একেবারে উল্টোদিকে রয়েছে একটি স্কুল।
এটাই প্রথম নয়। এর আগেও একাধিকবার এসএসকেএম হাপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ২০২২ সালের নভেম্বর মাসে এক রাত ইমার্জেন্সি বিল্ডিং-এর পিছনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। ওই বিল্ডিং-এর দোতলায় সিটিস্ক্যান বিভাগে আগুন লেগেছিল। সেই সময় ব্যাপক ক্ষতি হয়েছিল। ২০১৬ সালের নভেম্বরেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেঠিল হাসপাতালে।
যাইহোক এবার অল্পের ওপর দিয়ে রক্ষা পয়েছে হাসপাতাল। ক্ষয়ক্ষতি তেমন হয়নি। হতাহতের কোনও ঘটনা ঘটেনি বলেও জানা গিয়েছে হাসপাতাল সূত্রের। রাজ্যের সবথেকে গুরুত্বপূর্ণ হাসপাতালগুলির মধ্যে একটি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিকিৎসা হয় এই হাসপাতালে। রাজ্যের একাধিক বিশিষ্ট ব্যক্তির চিকিৎসা হয়। সুপার স্পেশালিটি হাসপাতাল এটি। এখানি নিত্য দিন চিকিৎসার জন্য প্রচুর মানুষ যান। জেলার পাশাপাশি ভিন রাজ্য থেকেও এখানে মনুষ যান চিকিৎসার জন্য। তাই এই হাসপাতালের নিরাপত্তা জোরদার করা জরুরি বলেও মনে করে, ওয়াকিবহাল মহল।
