ফের বন্ধ হচ্ছে স্কুল! গরম থেকে পড়ুয়াদের বাঁচাতে নয়া সিদ্ধান্ত নবান্নের? কী আপডেট দিচ্ছে পর্ষদ?

Published : Jun 04, 2025, 03:03 PM IST

দাবদাহে পুড়ছে কলকাতা থেকে জেলা। সূর্যের চোখরাঙানিতে ঘরে টেকা দায়। বাইরে প্রায় ৪০ ডিগ্রির গরম। টানা এক মাস ছুটি থাকার পর স্কুলগুলি খুললেও পড়ুয়াদের উপস্থিতি ছিল অনেকটাই কম। ফের কি ছুটি পড়ে যাচ্ছে স্কুলগুলিতে? জানুন কী বলছে নবান্ন।

PREV
113

জুন মাসের প্রথম সপ্তাহ চলছে। কিন্তু তার মধ্যেই খেলা শুরু হয়ে গিয়েছে বাংলার আবহাওয়ার।

213

টানা কয়েকদিনের বৃষ্টিতে স্বস্তি ফিরলেও এখন আবার গরমের চোখ রাঙানি শুরু হয়েছে। ফলে কালঘাম ছুটে গিয়েছে।

413

এহেন পরিস্থিতিতে রাজ্যের প্রাথমিক স্কুলগুলিতে পঠনপাঠন (School Holiday) নিয়ে বড় সিদ্ধান্ত নেওয়া হল।

513

গরম বাড়লেই টানা ছুটির পরিবর্তে পরিস্থিতি বিবেচনা করে ছুটি দিক পর্ষদ। এমনই দাবি করা হচ্ছে।

613

সেক্ষেত্রে ফের কি স্কুলগুলিতে ছুটি পড়ে যেতে পারে! নয়া সিদ্ধান্ত নিয়ে চিন্তা ভাবনা করছে নবান্ন?

713

প্রসঙ্গত, রাজ্যের সরকার পোষিত এবং ভারপ্রাপ্ত স্কুলগুলিতে ৩১ মে পর্যন্ত গরমের ছুটি ছিল। ২ জুন থেকে রাজ্যের সরকার পোষিত এবং ভারপ্রাপ্ত স্কুলগুলিতে ফের পঠন পাঠন শুরু হয়েছে।

813

৩০ এপ্রিল থেকে রাজ্যের প্রাথমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলগুলিতে গরমের ছুটি দিয়ে দেওয়া হয়।

913

কিন্তু গরমের ছুটি পড়তেই বদলে যায় পরিস্থিতি। স্কুল ছুটি পড়ার কয়েক দিনের মধ্যে আবহাওয়া বদলে যায়। শুরু হয় টানা বৃষ্টি। যার জেরে একধাক্কায় অনেকটাই তাপমাত্রা কমে যায়।

1013

কলকাতা সহ রাজ্যের অধিকাংশ জেলায় তাপমাত্রা ছিল স্বাভাবিকের চেয়ে কম। তবে জুনের শুরুতে বৃষ্টি কমে যাওয়ায় ফের তাপমাত্রা বাড়তে শুরু করেছে হুড়মুড়িয়ে। এর মধ্যেই খুলে যায় স্কুল।

1113

এদিকে, গরমের জেরে পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়ায় জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের তরফে নির্দেশিকা দিয়ে বলা হয়েছে, ৪ তারিখ বুধবার থেকে জেলার সমস্ত প্রাথমিক ও জুনিয়র বেসিক স্কুলগুলিতে মর্নিং স্কুল হবে।

1213

তবে শনিবার, সকাল সাড়ে ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত স্কুল হবে বলে জানানো হয়েছে। প্রাথমিক বিদ্যালয় সংসদের তরফে বলা হয়েছে, ৪ তারিখ থেকে ২০ জুন পর্যন্ত এই নির্দেশিকা কার্যকর থাকবে।

1313

সেক্ষেত্রে কলকাতা ও সংলগ্ন জেলাগুলির স্কুলগুলির জন্য নবান্ন বা শিক্ষা দফতর কী সিদ্ধান্ত নেয়, সেটাই দেখার।

Read more Photos on
click me!

Recommended Stories