Job News: ব্যাঙ্কে চাকরিতে দারুণ সুযোগ আগ্রহী প্রার্থীদের জন্য। রিজার্ভ ব্যাঙ্কে বিপুল শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে একাধিক পদে। জানুন আবেদন পদ্ধতি ও আবেদনের শেষ তারিখ। পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
Job News: বছর শেষের আগে চাকরি প্রার্থীদের জন্য রয়েছে দারুণ সুখবর। যারা দীর্ঘদিন ধরে চাকরির জন্য হন্যে হয়ে ঘুরছেন কিন্তু মনের মতো চাকরি পাচ্ছেন না তাদের জন্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় রয়েছে চাকরির সুযোগ। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় বিপুল শূন্যপদে চলছে কর্মী নিয়োগ। ব্যাঙ্কে বিভিন্ন পদে কাজের জন্য কর্মী নিয়োগ করা হবে। এই বিষয়ে বিস্তারিত তথ্য জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
কোন কোন পদে কর্মী নিয়োগ করা হবে?
বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্য থেকে জানা গিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে নিয়োগ করা হবে- ডেটা সায়েন্টিস্ট, ডেটা ইঞ্জিনিয়ার, আইটি সিকিউরিটি এক্সপার্ট, আইটি সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর, এআই বা এমএল স্পেশালিস্ট, আইটি-সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট, নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর, অপারেশনাল রিস্ক অ্যানালিস্ট, ব্যাঙ্কিং ডোমেন স্পেশালিস্ট পদে। মোট শূন্যপদের সংখ্যা ৯৩টি। তবে ২৯টি পদের জন্য লোক নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে।
এছাড়াও বিজ্ঞপ্তিতে উল্লিখিত সবকটি পোস্টের জন্য চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা হবে। প্রথমে তিনবছরের মেয়াদে কর্মী নিয়োগ করা হবে। পরে কাজের অভিজ্ঞতার ভিত্তিতে সর্বাধিক চারবছর পর্যন্ত এই মেয়াদ বাড়ানো হতে পারে। আগ্রহী প্রার্থীদের বেতন হবে যথাক্রমে-৩ লক্ষ ১০ হাজার টাকা থেকে শুরু করে সর্বাধিক ৪ লক্ষ ৮০ হাজার টাকা পর্যন্ত। এবং মিলবে ভাতা সহ অন্যান্য সুযোগ সুবিধা।
শিক্ষাগত যোগ্যতা:-
রিজার্ভ ব্যাঙ্কের ডেটা সায়েন্টিস্ট পদে নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের অর্থনীতি, রাশিবিজ্ঞান, গণিত, ম্যাথমেটিক্যাল স্টাডিজ, ডেটা সায়েন্সেস বা ফিন্যান্স-এ স্নাতকোত্তর অথবা কম্পিউটার সায়েন্সে বিই বা বিটেক ডিগ্রি থাকতে হবে। এছাড়াও পেশাগত অভিজ্ঞতা থাকলে বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে।
আবেদনের শেষ তারিখ:-
উল্লিখিত পোস্টে চাকরির আবেদনের জন্য ইচ্ছুক প্রার্থীদের রিজার্ভ ব্যাঙ্কের ওয়েবসাইটে গিয়ে আবেদন জানাতে হবে। ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই হবে। আবেদনের শেষ তারিখ ৬ জানুয়ারি। এছাড়াও সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের আবেদন ফি বাবদ লাগবে ১০০ টাকা। এবং সাধারণ প্রার্থীদের আবেদন ফি ৬০০ টাকা। বিস্তারিত তথ্যের জন্য মূল ওয়েবসাইটে নজর রাখতে বলা হয়েছে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


