বিতর্ক শেষে DA নিয়ে বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর, অবশেষে কতগুণ বেতন বাড়ছে রাজ্য সরকারি কর্মীদের?
কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ ৫৩ শতাংশ হলেও রাজ্য সরকারি কর্মীরা পাচ্ছেন ১৪ শতাংশ। ডিএ বৃদ্ধির দাবিতে আন্দোলন চলছে। মমতা সরকার কিছুটা ডিএ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
১৪ শতাংশ হারে ডিএ পাচ্ছেন রাজ্য সরকারি কর্মচারীরা। আর কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বেড়ে ৫৩ শতাংশ হয়েছে।
কেন্দ্রীয় সরকার ডিএ বাড়িয়েছিল সেই কালীপুজোর আগে। এরপর থেকে একের পর এক রাজ্যে সরকারি কর্মীদের ডিএ বাড়িয়েছে।
এর মধ্যে অনেক রাজ্যের ডিএ কেন্দ্রীয় সরকারি কর্মীদের সমান। তবে, বাংলায় এখনও ডিএ বাড়ানোর কোনও ইঙ্গিত নেই।
এদিকে আগে থেকেই কেন্দ্রের সঙ্গে ডিএ ফারাক নিয়ে ক্ষোভ রয়েছে। এই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন মমতা সরকার।
তৃণমূল কংগ্রেস সমর্থিত কর্মচারী ফেডারেশন শীঘ্রই একটি সভা করতে চাইছে বলে দাবি করা হয়েছে তাদের পক্ষ থেকে।
তৃণমূল কংগ্রেস সমর্থিত কর্মচারী ফেডারেশনের সভায় থাকার বিষয় মমতা বন্দ্যোপাধ্যায় সবুজ সংকেত দিলেই এর প্রস্তুতি শুরু করে দেবে তাঁরা।
জানা গিয়েছে, রাজ্যের সরকারি দফতরে বিভিন্ন শাখা কমিটিগুলোকে নতুন করে সাজানো হচ্ছে।
তৃণমূল সমর্থিত কর্মচারী ফেডারেশন নেতা জানান, তাঁরা মুখ্যমন্ত্রীর কাছে সময় চেয়েছেন। তিনি সময় দিলেই রাজ্য সরকারি কর্মচারীদের বড় সমাবেশ করতে চলেছেন।
ফেডারেশনের কর্মী সংখ্যা ২ লক্ষ ৪৮ হাজার। এই সংখ্যা আরও বাড়তে পারে।
এদিকে, এখন রাজ্য সরকারি কর্মীদের একটাই দাবি, তা হল কেন্দ্রের সঙ্গে বেতনের ফারাক কমানো হোক।
বর্তমানে ১৪ শতাংশ হারে ডিএ পাচ্ছেন রাজ্য সরকারি কর্মীরা। আর কেন্দ্রীয় সরকারি কর্মীরা পাচ্ছেন ৫৩ শতাংশ হারে।
ডিএ আন্দোলনকারীদের দাবি, প্রাপ্য আরও ৩৯ শতাংশ ডিএ দিতে হবে রাজ্যকে। এবার এই নিয়ে বিশেষ সিদ্ধান্ত নিল মমতা সরকার।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নিজেদের অবস্থানে অনড় থেকে কেন্দ্রীয় হারে ডিএ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে, কিছুটা ডিএ বাড়িয়ে কেন্দ্র রাজ্যের ফারাক ফের কিছুটা কমানো হতে পারে বলে মনে করা হচ্ছে।
ফরে রাজ্য সরকারি কর্মীদের যে বেতন বাড়বে তা নিশ্চিত। আগামী বছর দারুন খবর পেতে চলেছেন।
অন্যদিকে, ২০২২ সালের নভেম্বরে স্পেশ্যাল লিড পিটিশন দায়ের হয়েছিল। সেই মামলায় জয় হলে ডিএ-র সঙ্গে আরও বেতন বাড়বে কর্মীদের।