এই রাস্তা বন্ধ থাকায় এজেসি বোস রোড, কেপি রোড, সিজিআর রোজ, খিদিরপুর এবং সংলগ্ন এলাকা থেকে আসা যানবাহনের জন্য ডাইভারশন রুট রয়েছে। কলকাতাগামী পণ্যবাহী গাড়ি কোলাঘাট বা ডানকুনি দিক থেকে নিবেদিতা সেতু হয়ে শহরে ঢুকবে। যাত্রীবাহী গাড়ি কলকাতার দিক যাওয়ার জন্য নিবেদিতা সেতু ও হাওড়া ব্রিজ ব্যবহার করতে পারবে।