ফের ভোগান্তি যাত্রীদের, রবিবার সকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত বন্ধ বিদ্যাসাগর সেতু

Published : Nov 08, 2025, 04:59 PM IST

এই রবিবার, ৯ নভেম্বর, জরুরি মেরামতের কাজের জন্য ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত সম্পূর্ণ বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু। কলকাতা ট্রাফিক পুলিশ যানজট এড়াতে হাওড়া ব্রিজ ও নিবেদিতা সেতু ব্যবহারের মতো একাধিক বিকল্প পথের ঘোষণা করেছে।

PREV
15

এই রবিবার ফের চাপ বাড়তে চলেছে বহু মানুষের। গত সপ্তাহের পর এই সপ্তাহে ফের বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু। ৯ নভেম্বর বেশ কয়েক ঘন্টার জন্য বন্ধ থাকে দ্বিতীয় হুগলী ব্রিজ। এর ফলে স্বাভাবিকভাবেই সমস্যা হতে চলেছে সাধারণ মানুষের।

25

রবিবার ৯ নভেম্বর কাকভোর থেকেই সর্বাসধারণে জন্য বন্ধ থাকবে দ্বিতীয় হুগলী সেতু বা বিদ্যাসাগর সেতু। কলকাতা ট্রাফিক পুলিশের তরফে জানানো হয়েছে, জরুরি মেরামত ও বেশ কিছু কাজের জন্য ৯ নভেম্বর, রবিবার ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত সমস্ত যানবাহন চলাচলের জন্য সম্পূর্ণ বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু।

35

কলকাতা পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মার জারি করা এক বিজ্ঞপ্তি অনুসারে, সেতুর স্টে এবং হোডিং ডাউন কেবল এবং বিয়ারিং প্রতিস্থাপনের সুবিধার্থে এই ব্রিজ বন্ধ রাখা প্রয়োজন। হুগলি রিভার ব্রিজ কমিশনার এই কাজটি পরিচালনা করছে বলে খবর।

45

বিদ্যাসাগর সেতু এবং এর রাম্পগুলোতে সকল ধরনের যানবাহন চলাচল নিষিদ্ধ থাকবে। যানজট কমাতে, কলকাতা পুলিশ পশ্চিম এবং পূর্ব উভয় দিকেই যানবাহনের জন্য ডাইভারশন ঘোষণা করেছে।

55

এই রাস্তা বন্ধ থাকায় এজেসি বোস রোড, কেপি রোড, সিজিআর রোজ, খিদিরপুর এবং সংলগ্ন এলাকা থেকে আসা যানবাহনের জন্য ডাইভারশন রুট রয়েছে। কলকাতাগামী পণ্যবাহী গাড়ি কোলাঘাট বা ডানকুনি দিক থেকে নিবেদিতা সেতু হয়ে শহরে ঢুকবে। যাত্রীবাহী গাড়ি কলকাতার দিক যাওয়ার জন্য নিবেদিতা সেতু ও হাওড়া ব্রিজ ব্যবহার করতে পারবে।

Read more Photos on
click me!

Recommended Stories