শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শহরে পা রাখার আগেই নিজের এক্স হ্যান্ডেলে রেলমন্ত্রী থাকাকালীন কলকাতা মেট্রোর উন্নয়নের জন্য কী কী কাজ করে গিয়েছেন সেই ফিরিস্তি তুলে ধরেন। তিনি লেখেন, ‘’ভারতের রেলমন্ত্রী হিসেবে কলকাতায় অনেকগুলি মেট্রো রেল করিডরের পরিকল্পনা করা ও অনুমোদন দেবার সৌভাগ্য আমার হয়েছিল। এটা বলতে আমার কোনো দ্বিধা নেই যে, এই শহরের বিভিন্ন প্রান্তকে (যেমন - জোকা, বেহালা, তারাতলা, গড়িয়া, নোয়াপাড়া, দক্ষিণেশ্বর, বিমানবন্দর, দমদম, সেক্টর ফাইভ, ইত্যাদি) একটি মহানাগরিক মেট্রো গ্রিড-এ সংযুক্ত করার জন্য যাবতীয় কাজ - তার ব্লু-প্রিন্ট তৈরি করা, প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা করা, সময়ে কাজ শুরু করা – সব কিছুই করার সৌভাগ্য আমার হয়েছিল।''