Tet Recruitment 2025: প্রাথমিকে শিক্ষক নিয়োগে সুখবর। কবে হবে শূন্যপদে প্রাথমিক শিক্ষক নিয়োগ? বিজ্ঞপ্তি প্রকাশ রাজ্য সরকারের। পুজোর পরই বিপুল শূন্যপদে শিক্ষক নিয়োগ করবে রাজ্য। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…
উৎসবের মরশুমে চাকরি প্রার্থীদের জন্য দারুণ সুখবর। পুজোর পরই প্রচুর শূন্যপদে প্রাথমিক বিদ্যালয়গুলিতে শিক্ষক নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। সেই মর্মে বিস্তারিত তথ্য জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে রাজ্য শিক্ষা দফতর।
25
কারা এই নিয়োগ প্রক্রিয়ায় সুযোগ পাবেন?
সূত্রের খবর, পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে যে, ২০২২ ও ২০২৩ সালের টেট উর্ত্তীর্ণরা এই নিয়োগ প্রক্রিয়ায় সুযোগ পাবেন। প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে পুজোর মুখে এই খুশির খবর জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
35
কত শূন্যপদে নিয়োগ?
জানা গিয়েছে, পুজোর পরই ১৩ হাজার ৪২১টি শূন্যপদে প্রাথমিক শিক্ষক নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। এই বিষয়ে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
গত বুধবারই ২০২৩ সালের প্রাথমিকের টেটের ফল প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। ২০২৩ সালে টেট উত্তীর্ণ ৬,৭৫৪ জন। ২০২২ সালের প্রাথমিক টেটের ফল প্রকাশ হলেও সংরক্ষণ নিয়ে মামলার জটিলতার কারণে নিয়োগ ঝুলেই। তবে আগেই এই বিষয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছিলেন যে, ২০২২ সালের টেট উত্তীর্ণদের দুশ্চিন্তা করার কারণ নেই। শীঘ্রই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। সেইমতো এদিন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল প্রাথমিক শিক্ষা পর্ষদ।
55
কী বলছেন প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি?
এই বিষয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি গৌতম পাল বলেন যে, ‘’মামলার কারণে এতদিন প্রাথমিকে শিক্ষক নিয়োগ করা যাচ্ছিল না। মামলার জটিলতা কাটতেই নিয়োগ প্রক্রিয়ার কাজ শুরু হয়ে গেল বিজ্ঞপ্তি জারি করার মধ্যে দিয়ে। সকল টেট উত্তীর্ণরা এই নিয়োগের জন্য আবেদন করতে পারবেন।''