WB SSC Result Date: অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর প্রকাশিত হতে চলেছে রাজ্য স্কুল সার্ভিস কমিশনের নবম ও দশম শ্রেণির ফল প্রকাশ। কবে বেরবো রেজাল্ট? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…
পুজোর আগেই হয়ে গিয়েছে এসএসসি-র নবম ও দশমের পরীক্ষা। অবশেষে প্রকাশিত হতে চলেছে সেই পরীক্ষার ফলাফল। এই বিষয়ে বিস্তারিত তথ্য জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। জানা গিয়েছে যে, আগামী সোমবার অর্থাৎ ২৩ নভেম্বর বম ও দশমের পরীক্ষার ফল প্রকাশ করা হবে। সূত্রের খবর, ওই দিন সন্ধ্যানাগাদ ফল জানাবে এসএসসি (SSC)।
25
ফল প্রকাশে জটিলতা
এদিকে কিছুদিন আগেই প্রকাশিত হয়েছে একাদশ ও দ্বাদশের ফল। অভিযোগ, তাতে অবশ্য ইন্টারভিউয়ে ডাক পাননি অনেক যোগ্য পরীক্ষার্থীরা। ফলে যা নিয়ে তৈরি হয়েছে একটা ক্ষোভ। সেই আবহে এবার নবম ও দশমের ফল প্রকাশ পেলেই বোঝা যাবে কারা ডাক পেতে চলেছে ইন্টারভিউয়ে। ফলে তাঁদের চাকরি থাকছে কীনা সেটাও জানা যাবে।
35
এসএসসি নিয়ে ফের মামলা
এসএসসি ২০২৫ নতুন নিয়োগ প্রক্রিয়ায় অযোগ্যরা অংশ নিয়েছে। গত শনিবার নতুন নিয়োগের ইন্টারভিউয়ের যে তালিকা প্রকাশিত হয়েছে, তাতে অযোগ্যদের নাম রয়েছে। তাই অনিয়মের অভিযোগ তুলে গত সোমবার কলকাতা হাইকোর্টে দায়ের হয় মামলা। বুধবার সেই মামলার শুনানিতে বিচারপতি অমৃতা সিনহা পরিষ্কার নির্দেশ দেন যে, যদি কোনও চিহ্নিত অযোগ্য বা দাগী পরীক্ষার্থী নতুন নিয়োগ প্রক্রিয়ার অংশ নেয়, তা খতিয়ে দেখে কমিশনকে যথাযথ ব্যবস্থা নিতে হবে।
চিহ্নিত অযোগ্যদের তালিকায় যাদের নাম আছে, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী তারা কেউ নতুন নিয়োগ প্রক্রিয়ার অংশ নিতে পারবে না। কোনও "বিশেষভাবে সক্ষম চিহ্নিত অযোগ্য প্রার্থীরাও" নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না। ২০১৬ সালের চিহ্নিত অযোগ্যদের নাম, রোল নম্বরের সঙ্গে তাঁদের বাবার নাম ও বিস্তারিত তথ্য সহ নতুন তালিকা প্রকাশ করতে হবে কমিশনকে। এই সংক্রান্ত মামলা সুপ্রিম কোর্টেও মামলা বিচারাধীন রয়েছে। তাই সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানি পর্যন্ত এই মামলা মুলতবি থাকবে।
55
বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ
বিচারপতি অমৃতা সিনহা তাঁর নির্দেশে জানান, ২০১৬ পরীক্ষার সমস্ত চিহ্নিত দাগী বা অযোগ্যদের বাবার নাম ও বিস্তারিত তথ্য সহ নামের তালিকা নতুন করে প্রকাশ করতে হবে। উল্লেখিত বিশেষভাবে সক্ষম দুই অযোগ্য প্রার্থীও নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না। যদি কোনও অযোগ্যদের নাম তালিকায় থাকলে, কমিশনকে যথাযথ ব্যবস্থা নিতে হবে। এই সংক্রান্ত মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে। তাই সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানি পর্যন্ত এই মামলা মুলতুবি থাকবে।