মঙ্গলবার ঝলমলে আকাশ বঙ্গে, ভ্যাপসা গরমে বাড়ছে অস্বস্তি, জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

Published : Apr 04, 2023, 07:28 AM IST
Weather

সংক্ষিপ্ত

আগামী ৯ এপ্রিল পর্যন্ত আবহাওয়া বিশেষ বদল আসার সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে হাওয়া অফিস। মঙ্গলবার সারাদিনই মূলত মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকবে। 

বৃষ্টির প্রভাব কাটিয়ে অবশেষে রোদের মুখ দেখল বঙ্গবাসী। গতকাল থেকেই কমেছে বৃষ্টি ধীরে ধীরে ফের চড়ছে তাপমাত্রার পারদ। চলতি সপ্তাহেই আরও বাড়বে গরম। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহেই ৩৮ ডিগ্রি সেলসিয়াস ছোপে শহরের তাপমাত্রা। এই মূহূর্তে বৃষ্টির আর কোনও সম্ভাবনা নেই। আগামী বেশ কিছুদিন ঝলমলে রোদ দেখা যাবে শহরজুড়ে। মঙ্গলবার সকাল থেকেই মেঘমুক্ত পরিষ্কার আকাশ। সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে গরমও। শেষ কয়েকদিন ঝড়বৃষ্টির কারণে বেশ খানিকটা নেমেছিল তাপমাত্রার পারদ। কিন্তু এপ্রিলের শুরু থেকেই কাঠফাটা গরমে বাড়ছে অস্বস্তি। গরমের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে রোদের তাপমাত্রাও। গত দু'দিনে দিনের ও রাতের তাপমাত্রাও বড় পরিবর্তন এসেছে। পাশাপাশি ভ্যাপসা ভাব থাকায় অস্বতি বাড়াছে গরমে। আগামী ৯ এপ্রিল পর্যন্ত আবহাওয়া বিশেষ বদল আসার সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে হাওয়া অফিস। মঙ্গলবার সারাদিনই মূলত মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকবে।

৪ এপ্রিল মঙ্গলবার সকাল থেকেই ঝলমলে আকাশ। সঙ্গে তেমন হারে বেড়েছে গরমও। এপ্রিলের শুরুতেই ৩৮ ডিগ্রি ছোবে শহরের তাপমাত্রা। বাড়ছে দিনের ও রাতের তাপমাত্রা। মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াসে। মূলত মেঘমুক্ত পরিষ্কার আকাশ দক্ষিণবঙ্গে। চলতি সপ্তাহে তাপমাত্রা কমার কোনও সম্ভাবনা নেই। বরং ভ্যাপসা গরমে বাড়বে অস্বস্তি। স্বাভাবিকের তুলনায় বেশ খানিকটা বেশি দিনের ও রাতের তাপমাত্রা বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমান ৮৭ শতাংশ। বাতাসে জ্বলীয় বাষ্প বেশি থাকায় চিটচিটে গরমে নাজেহাল অবস্থা শহরবাসীর।

ঝড়বৃষ্টির কারণে এপ্রিলের শুরুর দিকটা ঠান্ডায় কেটেছিল শহরবাসীর। রবিবার, ২ এপ্রিল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল থেকেই তাপমাত্রা ঊর্ধমুখী হবে বলে জানা যাচ্ছে। রাজ্যে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বয়েছিল হাওয়া। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমান ৮৭ শতাংশ। সোমবার থেকেই রাজ্যে আবহাওয়ার উন্নতি হয়। ধীরে ধীরে বাড়তে থাকে তাপমাত্রাও। মাসের শুরু থেকেই ভারী বৃষ্টির সম্ভাবনা ছিল রাজ্যের একাধিক জেলায়। শনিবার সামান্য কমেছিল তাপমাত্রাও। কিন্তু কাল থেকেই ফের ঊর্ধ্বমুখী তাপমাত্রার। আগামী সপ্তাহতেই তাপমাত্রার পারদ ৩৭ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছনর কথা। শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ছিল। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। বৃষ্টির পাশাপাশি ছিল দমকা হাওয়ার প্রভাবও। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯১ শতাংশ।

আরও পড়ুন - 

কলকাতায় ভোরের তাপমাত্রায় পতন হলেও পশ্চিমবঙ্গ থেকে এখনই বিদায় নেবে না বৃষ্টি, কী বলছে আবহাওয়া দফতর?

রিষড়ায় হামলা নিয়ে অমিত শাহকে নালিশ সুকান্ত মজুমদারের, রাজ্য সরকারের সমালোচনা BJP-র

রিষড়ায় রাম নবমীর মিছিলে পাথর, 'দায়ী কে?'- তরজা শুরু বিজেপি আর তৃণমূলের মধ্যে

PREV
click me!

Recommended Stories

নিজের ৭০ ফুটের মুর্তি নিজেই উদ্বোধন করলেন মেসি, ভার্চুয়াল অনুষ্ঠানে পাশে ছিলেন সুজিত বসু
Messi Kolkata : অবশেষে অপেক্ষার অবসান! 'সিটি অফ জয়'-এ পা রাখলেন বিশ্বজয়ী লিওনেল মেসি