বছরের শেষ সপ্তাহেও দেখা নেই শীতের, চলতি বছরে কি ঠান্ডার আমেজ পাবে না বঙালি?

চলতি বছরে উষ্ণ বড়দিন পেয়েছে বাঙালি। এবার কি তবে বর্ষবরণেও থাকবে না ঠান্ডা? বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তই শীতের কাঁটা হয়ে দাঁড়িয়েছে।

বছর শেষ হতে বাকি মাত্র চারদিন। তবু অপেক্ষাকৃত উষ্ণ আবহাওয়ায় ঘুম ভাঙছে শহরবাসী। সকালের দিকে কুয়াশাচ্ছন্ন থাকলেও নেই ঠান্ডার আমেজ। চলতি বছরে উষ্ণ বড়দিন পেয়েছে বাঙালি। এবার কি তবে বর্ষবরণেও থাকবে না ঠান্ডা? বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তই শীতের কাঁটা হয়ে দাঁড়িয়েছে। ঘূর্ণাবর্তের প্রভাবে উত্তর পশ্চিমের ঠান্ডা হাওয়া বাংলায় প্রবেশ করতে পারছে না। ফলে আপাতত কনকনে ঠান্ডা থেকে বঞ্চিত শহরবাসী। গত কয়েকদিন ধরেই ঊর্ধ্বমূখী তাপমাত্রার পারদ। ক্রিসমাসেও দেখা নেই শীতের। এবার বছর শেষেও শীতের আমেজ না মেলার আশঙ্কায় শহরবাসী। যদিও আবহাওয়া দফতবের পূর্বাভাস অনুসারে আগামী পরশুদিন থেকেই ফের ধীরে ধীরে কমবে তাপমাত্রা। বছর শেষে বেশ ঠান্ডার আমেজ থাকবে শহরজুড়ে।

বছরের শেষ সপ্তাহের শুরুতেই ঘন কুয়াশায় ঘুম ভাঙল শহরবাসীর। ভোরের দিকেও শিরশিরে ঠান্ডা অনুভূত হচ্ছে না। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় তিন ডিগ্রি বেশি। ২৬ ডিসেম্বর সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। যা স্বাভাবিকের তুলনায় চার ডিগ্রি বেশি। সকাল থেকেই জ্বলীয় বাষ্পের কারণে ঘন কুয়াশা শহরজুড়ে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই পরিস্থিতি বদলাবে বলেও জানাচ্ছে হাওয়া অফিস। আকাশ মূলত পরিষ্কারই থাকবে। এই মুহূর্তে বৃষ্টিপাতেরও কোনও সম্ভাবনা নেই। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৯৪ শতাংশ।

Latest Videos

বড়দিনেও দেখা মেলেনি শীতের। চলতি বছরে কার্যত উষ্ণ বড়দিন কাটিয়েছে শহরবাসী। সকাল দিকে শিরশিরে ঠান্ডা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থির বদ ঘটবে বলে জানা যাচ্ছে। গত কয়েকদিন ধরেই ঊর্ধ্বমূখী তাপমাত্রার পারদ। সৌজন্যে বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত। যার প্রভাবে বাধাপ্রাপ্ত হচ্ছে উত্তর পশ্চিমের শীতল হাওয়া। ফলে বছর শেষ হতে চললেও দেখা নেই শীতের। মাঝে কয়েকদিন তাপমাত্রা স্বাভাবিকের নীচে গেলেও তা স্থায়ী হয়নি। ২৫ ডিসেম্বর বড়দিনেও কনকনে ঠান্ডা উপভোগ করতে পারল না বঙ্গবাসী। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে দুই বঙ্গেই প্রচুর পরিমাণে জ্বলীয়বাষ্প প্রবেশ করেছে। ফলে বড়দিনের দিন সকাল থেকেই কুয়াশাচ্ছন্ন শহর। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অপেক্ষাকৃত পরিষ্কার আকাশই দেখল কলকাতা।

আরও পড়ুন - 

উৎসবের মরশুমে জনজোয়ার শহরে, বাড়তি সতর্কতা কলকাতার হোটেলগুলিতেও, চলছে কড়া নজরদারি

বড়দিনে আমজনতার মুখে হাসি ফুটিয়ে নাগালের মধ্যে চিকেন, উৎসবের মরশুমে আজ কত হল মাংসের দাম?

ক্রিসমাসেও দেখা নেই শীতের, বড়দিনের সকালে ঘন কুয়াশায় ঘুম ভাঙল শহরবাসীর

Share this article
click me!

Latest Videos

‘প্রণামের সংস্কৃতি ভুলে যাচ্ছে বাঙালি’ বিস্ফোরক মন্তব্য Dilip Ghosh-এর, দেখুন কী বলছেন | Dilip Ghosh
'কুমিল্লা ছেড়ে চলে যা' কুমিল্লায় বৃদ্ধ মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা! | Bangladesh News |
পুলিশের তৎপরতায় বানচাল ডাকাতির প্ল্যান! গ্রেফতার ২ অপরাধী, চাঞ্চল্য Birbhum-এ
West Bengal-এ জঙ্গিযোগ নিয়ে Mamata Banerjee-কে চরম তুলোধোনা Agnimitra Paul-এর! দেখুন কী বললেন
'যেসব মুসলমানরা হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাঁদেরই পূর্বপুরুষেরা হিন্দু ছিল' বিস্ফোরক অর্জুন