সংক্ষিপ্ত
বড়দিনের দিন সকাল থেকেই কুয়াশাচ্ছন্ন শহর। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অপেক্ষাকৃত পরিষ্কার আকাশই দেখাবে কলকাতা।
বড়দিনের সকালেও কনকনে ঠান্ডার আমেজ পেল না বাঙলি। সকাল দিকে শিরশিরে ঠান্ডা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থির বদ ঘটবে বলে জানা যাচ্ছে। গত কয়েকদিন ধরেই ঊর্ধ্বমূখী তাপমাত্রার পারদ। সৌজন্যে বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত। যার প্রভাবে বাধাপ্রাপ্ত হচ্ছে উত্তর পশ্চিমের শীতল হাওয়া। ফলে বছর শেষ হতে চললেও দেখা নেই শীতের। মাঝে কয়েকদিন তাপমাত্রা স্বাভাবিকের নীচে গেলেও তা স্থায়ী হয়নি। ২৫ ডিসেম্বর বড়দিনেও কনকনে ঠান্ডা উপভোগ করতে পারল না বঙ্গবাসী। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে দুই বঙ্গেই প্রচুর পরিমাণে জ্বলীয়বাষ্প প্রবেশ করেছে। ফলে বড়দিনের দিন সকাল থেকেই কুয়াশাচ্ছন্ন শহর। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অপেক্ষাকৃত পরিষ্কার আকাশই দেখাবে কলকাতা।
ক্রিসমাসের দিনও ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ। ২৫ ডিসেম্বর রবিবার সকাল থেকে ঘন কুয়াশায় ঘুম ভাঙল শহরবাসীর। বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের জেরে ভোরর দিকে কুয়াশায় ঢেকে যায় শহর। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতির পরিবর্তন হবে বলেও জাযাচ্ছে হাওয়া অফিস। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস। যা গতকালের তুলনায় এক ডিগ্রি কম এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী ৪৮ ঘন্টাও ঊর্ধ্বমূখীই থাকবে তাপমাত্রার পারদ। ২৮ ডিসেম্বর থেকে ফের পারদ পতনের সম্ভাবনা থাকছে। বছর শেষে কনকনে ঠান্ডা উপভোগ করতে পারেন শহরবাসী। আগামী তিন দিনও সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশাতেই ঘুম ভাঙবে শহরবাসীর। আজ বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৯৪ শতাংশ।
মালদা-সহ উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও কুয়াশার প্রভাব থাকবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা কুয়াশা দেখা দিতে পারে, তবে এই মুহূর্তে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। ডিসেম্বরের তৃতীয় সপ্তাহতে কনকনে শীতে শহরবাসীর ঘুম ভাঙলেও শীতের স্থায়ীত্ব নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। বড়দিনেও বিশেষ ঠান্ডা থাকবে না বলেই জানাচ্ছে হাওয়া অফিস। গত দু'দিন ধরে রাজ্যে শীতের দাপট বেশ ভালোভাবে থাকলেও কয়েকদিনের মধ্যেই তাপমাত্রার পারদ ফের ঊর্ধ্বমুখী হবে বলে জানিয়েছে আলিপুর। বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তর জেরে রাজ্যে উত্তুরে হাওয়া বাধাপ্রাপ্ত হবে। ফলে বড় দিনেও সোয়েটারের বিশেষ প্রয়োজন পড়বে না শহরবাসীর।
আরও পড়ুন -
বড়দিনের আগেই ফের বাড়ল তাপমাত্রার পারদ, বছর শেষে কি দেখা মিলবে শীতের?