আবার দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম শেষ মেট্রো চলবে রাত ৯টা ২৮ এ। শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর রাত ৯টা ৩২ এ এবং শহিদ ক্ষুদিরাম থেকে দমদম শেষ মেট্রো চলবে রাত ৯টা ৪৪ এ। তবে, ব্লু লাইন বাদে গ্রিন লাইন, অরেঞ্জ লাইন, ইয়েলো লাইন এবং পার্পল লাইনে পরিষেবা স্বাভাবিক থাকবে বলে জানা যাচ্ছে।