একাদশী থেকে কখন কোন লাইনে চলবে মেট্রো? রইল মেট্রো পরিষেবার খুঁটিনাটি, জেনে নিন এক ক্লিকে

Published : Oct 03, 2025, 08:52 AM IST

দশমীর পর একাদশীতে কলকাতা মেট্রোর ব্লু লাইনে পরিষেবার সংখ্যা কমানো হচ্ছে। পুজোর ভিড়ের তুলনায় যাত্রী সংখ্যা কম থাকার সম্ভাবনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যদিও গ্রিন, অরেঞ্জ, ইয়েলো ও পার্পল লাইনে পরিষেবা স্বাভাবিক থাকবে। 

PREV
15

দশমীর রাত কাটলেই আগামীকাল একাদশীতে খুলে যাবে বেশ কিছু অফিস। কয়েকদিনের আনন্দ কাটিয়ে এবার কর্মক্ষেত্রে ফেরার পালা। পুজোর দিনগুলোতে মেট্রোয় ছিল উপচে পড়া ভিড়। যাত্রীদের কথা মাথায় রেখে বাড়ানো হয়েছিল মেট্রো। তবে, আজ কি স্বাভাবিক থাকবে পরিষেবা?

25

একাদশীতে ব্লু লাইনে মেট্রো সংখ্যা কমবে বলে জানা গিয়েছে। এদিন ব্লু লাইনে মোটা ২৩৬ টি মেট্রো চলবে জানানো হয়েছে। একাদশীর দিন ভিড় কম থাকবে বলেই মনে করা হচ্ছে, তাই এদিন মেট্রো সংখ্যা কম থাকবে বলে জানানো হয়েছে।

35

পুজোর সময় ২৭২টি মেট্রো চালানো হয়েছিল। তবে একাদশীতে শুক্রবার মেট্রো সংখ্যা কমবে। এদিন নোয়াপাড়া থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত প্রথম মেট্রো চলবে সকাল ৬টা ৫০ -এ। শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণশ্বর সকাল ৬টা ৫৪তে, দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম সকাল ৬টা ৫৫ তে চলবে প্রথম মেট্রো।

45

আবার দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম শেষ মেট্রো চলবে রাত ৯টা ২৮ এ। শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর রাত ৯টা ৩২ এ এবং শহিদ ক্ষুদিরাম থেকে দমদম শেষ মেট্রো চলবে রাত ৯টা ৪৪ এ। তবে, ব্লু লাইন বাদে গ্রিন লাইন, অরেঞ্জ লাইন, ইয়েলো লাইন এবং পার্পল লাইনে পরিষেবা স্বাভাবিক থাকবে বলে জানা যাচ্ছে।

55

শারদোৎসবে অনেকেই পুজো পরিক্রমার জন্য ভরসা করেছিলেন মেট্রোর ওপর। কলকাতা মেট্রোর পরিসংখ্যা বলছে, তৃতীয়া থেকে ব্লু লাইনে প্রায় ৬.৭৭ লক্ষ যাত্রী যাতায়াত করেছে। গ্রিন লাইনে ২.৩২ লক্ষ যাত্রী যাতায়াত করেছে।

Read more Photos on
click me!

Recommended Stories