কার্তিকেই কি রাজ্যে কড়া নাড়ছে শীত! বঙ্গবাসীর মনে যখন সেই সম্ভাবনা উঁকি দিচ্ছে, তখনই আলিপুর আবহাওয়া দফতর জানাল, আগামী সপ্তাহে আবার কিছুটা বাড়বে তাপমাত্রা। উত্তর থেকে দক্ষিণ, সব জেলায় ছবিটা থাকবে এক রকম। ভোরের দিকে আকাশ মুখ ঢাকবে কুয়াশায়।
28
আলিপুর হাওয়া অফিস বলছে, রাজ্যে আপাতত ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের সব জেলায় রবি থেকে মঙ্গলবার ভোরবেলা আকাশ থাকবে কুয়াশাচ্ছন্ন। দৃশ্যমানতা নামতে পারে ২০০ মিটারে। জেলার সব জায়গায় যদিও কুয়াশা থাকবে না।
38
আগামী দু’দিন দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রার হেরফের হবে না। গাঙ্গেয় বঙ্গের কোনও কোনও জায়গায় রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। তার পরের তিন দিন তাপমাত্রা ধীরে ধীরে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।
আবহাওয়া অফিসে তরফ থেকে আরও জানানো হয়েছে, আগামী শনিবার পর্যন্তই দক্ষিণবঙ্গের আবহাওয়া এমনটাই থাকবে। যদিও রবিবার কিছুটা তাপমাত্রা বাড়তে পারে। বঙ্গোপসাগরের জলীয় ও গরম পূবালী বাতাস বইবে দক্ষিণবঙ্গের কিছু জেলায়। কিন্তু রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গে।
58
দক্ষিণবঙ্গের (South Bengal Weather) পাশাপাশি, উত্তরবঙ্গের নিচের দিকের জেলাগুলিতে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। এবং নভেম্বরের শেষের দিকে অথবা ডিসেম্বরে প্রথমের দিকে দুই বঙ্গে জাকিয়ে শীত পড়বে বলে আগাম সর্তকতা করেছে হাওয়া অফিস।
68
অবাধ প্রবেশ ঘটবে পশ্চিমের শীতল হাওয়ার। ইতিমধ্যেই শীতল পশ্চিমী হাওয়ায় রাজ্যের পারদ অনেকটাই নেমেছে। সেই কারণে সকালের দিকে সামান্য কুয়াশা বা ধোঁয়াশা থাকে উত্তরবঙ্গের পার্বত্য এলাকাতেও কুয়াশার সম্ভাবনা বেশি। তবে এইমুহুর্তে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বেলায় কিছুটা কমবে শীতের আমেজ।
78
শনিবার শুষ্ক এবং মেঘহীন আবহাওয়া বজায় থাকবে। সকালের দিকে কুয়াশা দেখা যাবে, তবে বেলা বাড়তেই কাটবে কুয়াশার চাদর, বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সকালে ও রাতে শীতের আমেজ বজায় থাকবে। তবে বেলার দিকে কিছুটা কমবে শীতের আমেজ।
88
অন্যদিকে পশ্চিমের জেলাগুলিতেও তাপমাত্রা ১৩ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াস এর ঘরে থাকবে বলে জানা গিয়েছে। তবে রবিবার থেকে বঙ্গোপসাগরের জলীয় ও গরম পূবালী বাতাস বইবে বলে দক্ষিণবঙ্গে কিছু জেলায় সামান্য বাড়তে পারে তাপমাত্রা।