কাজের চাপ কমতে চলেছে শিক্ষক-শিক্ষিকাদের! কতক্ষণ হবে ডিউটি টাইম? বিজ্ঞপ্তি জারি নবান্নের

Published : Jan 19, 2026, 06:24 PM IST

বড় বিজ্ঞপ্তি নবান্নের। এবার নাকি কাজের চাপ কমতে চলেছে সরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকাদের। এবার শিক্ষকদের কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিল শিক্ষা সংসদ । বেঁধে দেওয়া হল শিক্ষকদের কাজের সীমা।

PREV
17

ভোটমুখী রাজ্যে চলছে বিশেষ নিবিড় সমীক্ষা বা এসআইআর (SIR)। ভোটার তালিকা নিবিড় সংশোধনের কাজে নিযুক্ত করা হয়েছে স্কুল শিক্ষকদের (Teachers) একাংশকে।

27

আবার সামনেই শুরু হয়ে যাবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা। সবমিলিয়ে সমানে চাপ বাড়ছে স্কুল শিক্ষকদের ওপর। এরই মধ্যে এবার শিক্ষকদের কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিল শিক্ষা সংসদ ।

37

বেঁধে দেওয়া হল শিক্ষকদের কাজের সীমা

একে নিয়মমাফিক পঠনপাঠন সামলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ঝক্কি, আবার কমিশনের কাজও সমানভাবে সামলাতে হচ্ছে তাঁদের। তাই পরিস্থিতি বিবেচনা করে শিক্ষকদের কাজের চাপ কমাতে পরীক্ষার কাজের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তরফে।

47

ফেব্রুয়ারী মাস থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। সেই সময় শিক্ষকেরা কে কত ক্ষণ কাজ করবেন, অতিরিক্ত বা অনিয়মিত কাজের অভিযোগ যাতে না ওঠে, সে লক্ষ্যে কাজের সর্বোচ্চ সীমা বেঁধে দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। স্থির করে দেওয়া হয়েছে কাজের সর্বোচ্চ সীমা।

57

জানানো হয়েছে, থিওরি পরীক্ষায় হেড এগ্‌জমিনাদের সর্বোচ্চ ২১ দিনের বেশি কাজ দেওয়া যাবে না। এগ্‌জামিনারেরা তিন দিন কাজ করবেন সর্বোচ্চ। স্কুটিনিয়ারদের সর্বোচ্চ কাজ করতে পারেবেন ১০ দিন। ডিস্ট্রিক্ট অ্যাডভাইজরি কাউন্সিলের সদস্য শিক্ষকদের সর্বোচ্চ ১৬ দিনের কাজ দেওয়া যাবে। আর সংসদের নমিনিদের সর্বোচ্চ ১৩ দিন সময় দেওয়া যাবে।

67

সংসদ আরও জানিয়েছে, ছুটির দিন বা রবিবার কাজ করলে ‘অন ডিউটি’ দে‌ওয়া হবে। ইতিমধ্যেই শিক্ষা সংসদ বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষককে নির্দেশিকা পাঠিয়ে দিয়েছে। থিওরির পাশাপাশি প্র্যাকটিক্যাল ও প্রজেক্ট-এর পরীক্ষার সময়সূচি‌ও প্রকাশ করেছে সংসদ।

77

জানানো হয়েছে, উচ্চ মাধ্যমিকের প্রাকটিক্যাল পরীক্ষা চলবে ২ থেকে ২৩ মার্চ পর্যন্ত। সেখানে বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থীদের জন্য ইন্টারপ্রিটার ও লেখকের সুবিধার কথা জানিয়েছে শিক্ষা সংসদ।

Read more Photos on
click me!

Recommended Stories