মুসলিম বাড়ির ভিত খুড়তেই উদ্ধার প্রাচীন শ্রীকৃষ্ণের মূর্তি, শোরগোল মুর্শিদাবাদে

 

  • অভূতপূর্ব ঘটনা ঘটল বড়ঞা থানার সাটিতাড়া গ্রামে 
  •  বাড়ির ভিত খুঁড়তে গিয়ে উদ্ধার কৃষ্ণের প্রাচীন মূর্তি 
  •  ওই মূর্তিটি সম্ভবত মহারাজা শশাঙ্কের সময়কার 
  • সূত্রের খবর, প্রাচীন এই মূর্তিটি কষ্টিপাথরের তৈরি 

Ritam Talukder | Published : Aug 16, 2020 11:36 AM IST


 শ্রীকৃষ্ণের মূর্তি শায়িত রয়েছে বড়ঞা থানার সাটিতাড়া গ্রামের মাটির নিচে। আর তার কোলের উপরেই রয়েছে আস্ত একটি মুসলিম বাড়ি। বাড়ির ভিত খুঁড়তে গিয়ে উদ্ধার কৃষ্ণের প্রাচীন মূর্তি পেয়ে অবাক এলাকাবাসী। বড়ঞা থানার সাটিতাড়া গ্রামের বাসিন্দা দিনু শেখের বাড়ি থেকে এই মূর্তি উদ্ধার হয়েছে। ওই মূর্তিটি মহারাজা শশাঙ্কের সময়কার বলেই মনে করা হচ্ছে। 

আরও পড়ুন, গনেশ পুজোর আগের দু'দিন লকডাউন, কেনাকাটি করতে গিয়ে হিমশিম শহরবাসীর
 
শুক্রবার সকালেই মাটি খোঁড়া শুরু হয়। কিছুটা খোঁড়ার পরই মূর্তিটি দিনু শেখের চোখে পড়ে। খবরটি প্রকাশ্যে আসতেই এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ওই মূর্তি দেখতে ভিড় জমাতে শুরু করেন স্থানীয়রা। খবর পেতেই পুলিশ এসে মূর্তিটি উদ্ধার করে। বড়ঞা থানার পক্ষ থেকে জেলার মিউজিয়ামের আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। সেখানেই প্রাথমিকভাবে মূর্তিটিকে পাঠানো হবে বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, প্রাচীন এই মূর্তিটি কষ্টিপাথরের তৈরি। তবে মূর্তিটির কোন সময়ের ও কী ধাতু দ্বারা নির্মিত তা জানতে প্রত্নতত্ত্ব বিভাগের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

আরও পড়ুন, প্রফেসর হওয়ার স্বপ্ন চোখে ফুল বিক্রেতার মেয়ের, কৃতী ছাত্রীর দায়িত্ব নিলেন রানাঘাটের সাংসদ


বড়ঞা ব্লকের বিডিও সাগর ঘোষ জানিয়েছেন,' ওই মূর্তিটি রাজা শশাঙ্কের আমলের। একটা সময় বড়ঞা থানার এই এলাকায় রাজা শশাঙ্ক রাজত্ব করতেন। মূর্তিটির মূল্য আনুমানিক কোটি টাকারও বেশি হতে পারে মনে করা হচ্ছে'।
 

     

 

কোভিড রোগী ভর্তিতে ৫০ হাজার টাকার বেশি নেওয়া যাবে না, নয়া নির্দেশিকা জারি রাজ্যের

ভয় নেই করোনায়, মেডিক্য়ালের ৪ তলার কার্নিশে পা দোলাচ্ছে রোগী

ভুয়ো টেস্টের ফাঁদে পড়ে করোনায় মৃত্যু এক ব্য়াক্তির, গ্রেফতার প্রতারণা চক্রের ৩ জন

করোনায় ফের ১ এসবিআই কর্মীর মৃত্য়ু, মৃতের পরিবারকে চাকরি দেওযার দাবিতে ব্যাঙ্ক কর্মীরা

   পূর্ব ভারতের প্রথম সরকারি প্লাজমা ব্যাঙ্ক-কলকাতা মেডিকেল, করোনা রুখতে প্রস্তুতি তুঙ্গে

Share this article
click me!