কাজে আসেনি মুখ্যমন্ত্রীর আশ্বাস! পুজোর পরেও বেতন-পেনশন না পেয়ে চূড়ান্ত বিক্ষোভ ভাটপাড়া পুরসভায়

এর আগেও তারা পুরসভায় বিক্ষোভ দেখিয়েছিলেন। কিন্তু মঙ্গলবার পেনশন না পেয়ে ফের পুরসভার চেয়ারম্যান এর ঘরের সামনে বিক্ষোভ দেখান তারা। পুরসভার ভেতরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে থাকে। যদিও পরিস্থিতি সামাল দিতে আসরে নামেন ভাইস-চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষ। 

Web Desk - ANB | Published : Oct 11, 2022 11:20 AM IST / Updated: Oct 11 2022, 05:22 PM IST

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ দিয়েছিলেন পুজোর আগেই প্রত্যেককে মাইনে পেনশন দিয়ে দেওয়া হবে। তবে ভাটপাড়া পুরসভার ক্ষেত্রে সেই নির্দেশ পালন করা হয়নি এমনটাই দাবি পেনশন প্রাপকদের। মঙ্গলবার পুরসভার অন্দরেই পেনশন না পাওয়ার দাবিতে বিক্ষোভ দেখালেন পেনশন প্রাপকরা। তাদের দাবি, তারা তাদের প্রাপ্য পেনশন থেকে বঞ্চিত হচ্ছেন। পুর কর্তৃপক্ষ এই বিষয়ে তেমন কোনো সদর্থক ভূমিকা নিচ্ছেন না। 

এর আগেও তারা পুরসভায় বিক্ষোভ দেখিয়েছিলেন। কিন্তু মঙ্গলবার পেনশন না পেয়ে ফের পুরসভার চেয়ারম্যান এর ঘরের সামনে বিক্ষোভ দেখান তারা। পুরসভার ভেতরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে থাকে। যদিও পরিস্থিতি সামাল দিতে আসরে নামেন ভাইস-চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষ। 

তার সাথে বেশ কিছুক্ষণ কথা বলেন বিক্ষোভকারীরা। যদিও তাদের  ভাইস চেয়ারম্যান প্রতিশ্রুতি দিয়েছেন চেয়ারম্যানের সাথে কথা বলে দ্রুত সমস্যার সমাধান করা হবে। তবে বিষয়টি এখানেই শেষ নয়। পুজোর আগেও বিক্ষোভের মুখে পড়ে ভাটপাড়া পৌরসভা। কাজ করেও বেতন না মেলায়, কর্ম বিরতির পথে হাঁটেন পৌরসভার শ্রমিক কর্মচারীরা। 

ফলে স্তব্ধ হয়ে যায় গোটা এলাকার ময়লা আবর্জনা তোলার কাজ। অগাষ্ট মাসের বেতন পুজোর আগেও দেওয়া হয়নি বলে বিক্ষোভ দেখান ভাটপাড়া পুরসভার আরবান ট্রাক্টর শ্রমিক কর্মচারীরা। ফলে পুজোর আগে চরম আর্থিক সমস্যা দেখা দেয় সংসারে। খাওয়া-দাওয়া থেকে সন্তানের পড়াশোনার ক্ষেত্রেও তৈরি হয় সমস্যা। আর তার জেরেই শ্রমিক কর্মচারীরা একত্রিত হয়ে বিক্ষোভের পথে হাঁটেন। বেতনের দাবি জানিয়ে শ্রমিকরা কাজে যোগ দেননি বলেও জানা যায়।

ভাটপাড়া পুরসভার পাম্পিং স্টেশনের গেটে সামনে বিক্ষোভ দেখাতে থাকেন শ্রমিকরা। তাদের দাবি, অন্যান্য বিভাগে বেতন হয়ে গেলেও, তারাই শুধু বেতন পাননি। ময়লা আবর্জনা পরিষ্কার করেই চলে তাদের রুটি-রুজি। সেই জায়গায় দাঁড়িয়ে যদি সময় মতন বেতন না পান সেক্ষেত্রে সংসার চালানোর দায় হয়ে পরে। কর্ম বিরতির জেরে এদিন সকাল থেকেই পুর অঞ্চল সাফাইয়ের জন্য কোন গাড়ি বের হতে দেয়নি শ্রমিকরা।

৫০তম প্রধান বিচারপতি হচ্ছেন ডিওয়াই চন্দ্রচূড় , উত্তরসুরির নাম সুপারিশ প্রধান বিচারপতি ইউইউ ললিতের

সোনালির পুনর্নিয়োগ মামলায় রাজ্যের ধাক্কা, হাইকোর্টের রায় বহাল রাখল সুপ্রিম কোর্ট

পার্থ চট্টোপাধ্যায়ের 'মানিক-যোগ', অনুমান প্রাথমিকে নিয়োগ দুর্নীতির শিকড়ের সন্ধান দিতে পারেন তৃণমূল বিধায়ক

Share this article
click me!