সংক্ষিপ্ত

ভারতের প্রধান বিচারপতি ইউ ইউ ললিত মঙ্গলবার কেন্দ্রের কাছে তাঁর উত্তরসুরি হিসেবে বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নাম সুপারিশ করেছেন। প্রধান বিচারপতি তাঁর সুপারিশের চিঠির অনুলিপিও বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের কাছে হস্তান্তর করেছেন

ভারতের প্রধান বিচারপতি ইউ ইউ ললিত মঙ্গলবার কেন্দ্রের কাছে তাঁর উত্তরসুরি হিসেবে বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নাম সুপারিশ করেছেন। প্রধান বিচারপতি তাঁর সুপারিশের চিঠির অনুলিপিও বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের কাছে হস্তান্তর করেছেন। প্রধানবিচারপতি গত ৭ অক্টোবর কেন্দ্রীয় সরকার প্রধান বিচারপতি ললিতকে তাঁর উত্তরসুরির নাম সুপারিশ করার জন্য একটি চিঠি পাঠিয়েছিলেন।

বিচারপতি ডিওওয়াই চন্দ্রচূড় ৫০তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করতে পারেন।  ললিত অবসর গ্রহণ করবেন আগামী ৮ নভেম্বর। ৯ নভেম্বর থেকেই প্রধানবিচারপতির দায়িত্ব গ্রহণ করবেন ডিওয়াই চন্দ্রচূড়।  তিনি দুই বছরের মেয়াদে দেশের প্রধান বিচারপতি থাকবে। ২০২৪ সালের ১০ নভেম্বর তাঁর অবসর নেওয়ার কথা। 

২০১৬ সালে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে দায়িত্বভয়ার গ্রহণ করেছিলেন ডিও ওয়াই চন্দ্রচূড়। তিনি ১৯৯৮ সালে বম্বে হাইকোর্টের সিনিয়র অ্যাডভোকেড হিসেবে মনোনীত হন। ১৯৯৮-২০০০ সাল পর্যন্ত ভারতের অতিরিক্ত সলিসিটার জেলারেল হিসেবে কাজ করএছেন। ২০০০ সালে বম্বে হাইকোর্টের অতিরিক্ত বিচারক হিসেবে নিযুক্ত হন। তারপর ২০১৩ সালে এলাহবাদ হাইকোর্টের প্রধান বিচারপতিও হন তিনি।

ডিওয়াই চন্দ্রচুড় আযোধ্যা রায়ের পাঁচ বিচারপতির একজন ছিলেন। এছাড়াও বেশকিছু যুগান্তকারী রায় দিয়েছেন তিনি। সম্প্রতি মহিলাদের প্রজননের অধিকার সম্পর্কিত একটি মামলায় মহিলাদের পক্ষে রায় দিয়েছেন তিনি। যা বৈবাহিত ধর্ষণ মামলার রায়কেও প্রভাবিত করতে পারে বলেও মনে করছে ওয়াকিবহাল মহল। তিনি দেশের সংবিধানিক বেঞ্চেরও সদস্য ছিল। ৩৭৭ ধারার রায়ও তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এছাড়াও শবরীমালা মন্দিরে মহিলাদের প্রবেশের অধিকার দিয়েছিলেন তিনি। লিভিং উইলকেও স্বীকৃতি দিয়েছিলেন তিনি। 

৪৯তম  প্রধান বিচারপতি হিসেবে ইউ ইউ ললিত গত ২৭ অগাস্ট দায়িত্বাভার গ্রহণ করেছিলেন। তিনি ছিলেন দেশের সংক্ষিপ্ততম প্রধান বিচারপতি। তাঁর মেয়াদ  মাত্র ৭৪ দিনের। 

বালাসাহেব ঠাকরের প্রকৃত উত্তরাধিকারী কে? উত্তর না মেলায় দুই গোষ্ঠীকেই অন্তবর্তী চিহ্ন আর নাম কমিশনের

Breaking News: বর্বরতার সীমা ছাড়াল তন্ত্রসাধনা, পুজোর অঙ্গ কেরলের দুই মহিলাকে নরবলি

সোনালির পুনর্নিয়োগ মামলায় রাজ্যের ধাক্কা, হাইকোর্টের রায় বহাল রাখল সুপ্রিম কোর্ট