আদানির বিরুদ্ধে জমি কেড়ে নেওয়ার প্রতিবাদ, ১৬ দিন পর জামিনে মুক্ত বিক্ষোভকারী কৃষকরা

Published : Jul 18, 2022, 06:02 PM IST
আদানির বিরুদ্ধে জমি কেড়ে নেওয়ার প্রতিবাদ, ১৬ দিন পর জামিনে মুক্ত বিক্ষোভকারী কৃষকরা

সংক্ষিপ্ত

আদানির পাশে রাজ্য সরকারের দাঁড়ানোর প্রতিবাদে পথে নেমেছে সংযুক্ত কিষাণ মোর্চার শরিক জয় কিষাণ আন্দোলনের মুর্শিদাবাদ জেলা শাখা। আন্দোলনের জেরে গ্রেফতার করা হয়েছিল ওয়াসিম আকরাম, হানিফ মমিন, নুর মোহাম্মদ ও আব্দুল মমিনকে। 

ঝাড়খণ্ডের গোড্ডা জেলায় আদানি গ্রুপের তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মুর্শিদাবাদের উপর দিয়ে হাইটেনশন তারের মাধ্যমেই সেই বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে বলে অভিযোগ। এই চুক্তি নিয়ে এর আগে বাংলাদেশের বিভিন্ন সংস্থার তরফেও আপত্তি তোলা হয়। বাজারমূল্যের চেয়ে বেশি দামে আদানি গ্রুপের থেকে বিদ্যুৎ কেনা হচ্ছে বলে দাবি করেছে তারা। শুধু তাই নয়, জোর করে দরিদ্র কৃষকদের কাছ থেকে নামমাত্র মূল্যে আদানি গ্রুপ জমি অধিগ্রহণ করেছে বলেও অভিযোগ।

এদিকে, আদানির পাশে রাজ্য সরকারের দাঁড়ানোর প্রতিবাদে পথে নেমেছে সংযুক্ত কিষাণ মোর্চার শরিক জয় কিষাণ আন্দোলনের মুর্শিদাবাদ জেলা শাখা। আন্দোলনের জেরে গ্রেফতার করা হয়েছিল ওয়াসিম আকরাম, হানিফ মমিন, নুর মোহাম্মদ ও আব্দুল মমিনকে। সোমবার দীর্ঘ ১৬ দিন পরে জঙ্গিপুর আদালত এঁদের জামিনে মুক্তি দেয়। জয় কিষাণ আন্দোলনের সঙ্গে যুক্তদের অভিযোগ তাঁদের সঙ্গীদের মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছিল। 

কোর্টে সওয়াল করে জামিনের আদেশ পাবার পর জিয়াউল আলি খান বলেন: "রাজ্য সরকারের পুলিশের বর্বরতায় গুরুতর আহত কৃষকদের বিরুদ্ধে মিথ্যে মামলা সাজিয়ে তাদের গ্রেফতার করে আন্দোলনকে দমাবার চেষ্টা হয়েছিল কিন্তু কর্পোরেটের পাশে দাঁড়ানো সব সরকারের সঙ্গে কৃষক মোকাবিলা করতে জানে। তাই সন্ত্রাস সৃষ্টি করে আদানি গোষ্ঠীর সমর্থক রাজ্য সরকার ও কেন্দ্র সরকার কৃষকদের দমন করতে পারবে না। আমরা কৃতজ্ঞ যে পুলিশের মিথ্যে ধারায় দেওয়া অভিযোগের অসত্যতা বুঝে আদালত নির্দোষ কৃষকদের আজ জামিন দিয়েছে।"

জয় কিষাণ আন্দোলন রাষ্ট্রীয় সমিতির তরফ থেকে সর্ব-ভারতীয় সভাপতি অভীক সাহা, পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি প্রবীর মিশ্র, অ্যাডভোকেট জিয়াউল আলি খানও সমস্ত কৃষকদের অভিনন্দন ও কুর্নিশ জানিয়ে বলেন, "এবার আন্দোলনের তীব্রতা বাড়বে। লাগাতার ধর্না প্রতিবাদ হবে। কৃষকদের স্বার্থের বিরুদ্ধে গিয়ে প্রধানমন্ত্রী মোদীর আশীর্বাদে ফুলে ফেঁপে ওঠা আদানি গোষ্ঠীর সঙ্গে হাত মিলিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। এর প্রতিকার সংযুক্ত কিষাণ মোর্চা করবে।"

তাঁরা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানান পশ্চিমবঙ্গের মানুষের লড়াইয়ের খবর পৌঁছে গিয়েছে সুদূর হরিয়ানার আন্দোলনকারী কৃষকদের মধ্যে। বক্তব্যের মাঝে পশ্চিমবঙ্গে আদানীর গুন্ডারাজের কথা উল্লেখ করেছেন ভারতীয় কিষান ইউনিয়ন (চারুনী)-র সর্বভারতীয় সভাপতি শ্রী গুরনাম সিং চারুনী। এইভাবেই ভারতের কোনায় ফারাক্কার এই আন্দোলন ছড়িয়ে পড়বে বলে আশা করছে জয় কিষাণ আন্দোলনের সদস্যরা। 

জগদীপ ধনখড়ের মুখোমুখি মার্গারেট আলভা, উপরাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীদের প্রার্থী তিনি

রাষ্ট্রপতির দৌড়ে এগিয়ে দ্রৌপদী মুর্মু, জানুন কী ভাবে হয় ভারতের প্রেসিডেন্ট নির্বাচন

Presidential Election 2022 Live: শুরু রাষ্ট্রপতি নির্বাচন, ভোট দিলেন মোদী-শাহ

PREV
click me!

Recommended Stories

Samik Bhattacharya: ‘SIR বন্ধ করে দিন তবুও ২০২৬-এ তৃণমূল হারবে!’ চ্যালেঞ্জ শমীকের
এই বাংলাতেই কেন বাবরি মসজিদ? তৃণমূলের গভীর 'গেম প্ল্যান'? কী বললেন শুভেন্দু, অধীর, সুজন, শুভঙ্কর?