Durga Puja: সোনার মূর্তির বদলে কলা বউ, পুরুলিয়ার রাজবাড়িতে এবার ব্যতিক্রমী দুর্গাপুজো


করোনার কারণে  রাঙামাটি পুরুলিয়ার রাজবাড়িতে এবারেও হবে ব্যতিক্রমী দুর্গাপুজো।   ১৯৭০ সালে একদল ডাকাত হানা দেয় রাজবাড়ীতে, তৎকালীন জেলা পুলিশ সুপারের উদ্যোগে রাজবাড়ীর দূর্গার স্বর্ণ বিগ্রহের নিরাপত্তা দিতে চালু হয় বিশেষ ব্যবস্থা ।


রাঙামাটি (Purulia Pallace) পুরুলিয়ার রাজবাড়িতে এবারেও হবে ব্যতিক্রমী দুর্গাপুজো (Durga Pujo 2021) ।সোনার দূর্গা মূর্তির পরিবর্তে হবে কলা বউয়ের পূজো (Kala Bou Puja)। করোনার কারণে পঞ্চাশ বছর ধরে চলে আসা নিয়মের বদল হয়েছে গত বছর থেকেই। ইতিহাসের পুজোয় গত দু বছর ধরে ইতিহাস তৈরি করছে জয়পুর রাজবাড়ির পুজো।

Latest Videos

আরও পড়ুন, Durga Puja: 'নিঃসন্তান মহিলা সন্তান লাভ করেন', রীতি মেনেই শুরু জমিদার প্রতিষ্ঠিত দুর্গাপুজো বীরভূমে

বছরের ৩৬১ দিন ব্যাংকের লকারে বন্দী থাকেন মা দুর্গা। দূর্গা পুজোর মা আসেন পুলিশি প্রহরার মধ্যে । চারদিন পুজো শেষে আবার ফিরে যান ব্যাংকের লকারে । প্রাচীন ঐতিহ্য ও আচারবিধি বজায় রেখে দক্ষিণবঙ্গের প্রান্তিক পুরুলিয়া জেলায় জয়পুরের রাজবাড়ীতে এভাবেই পুজো হয়ে আসছে । এই পূজোর অন্যতম আকর্ষণ হলো সোনার দূর্গা মূর্তি পুজো । দূর্গা পূজোর টানা চারদিন জেলা পুলিশের নিরাপত্তার মধ্য দিয়ে রাজ পরিবারে বিরাজমান হয়ে পুজো নেন মা। ইংরেজির ১৬০০ সালে উজ্জ্বয়নী থেকে রাজা জয়সিংহ পুরুলিয়া এসে এই এলাকার মুন্ডা সর্দার খামার মুন্ডাকে হত্যা করে মুন্ডাদের ইষ্টদেবী খাঁড়াকে ছিনিয়ে নিয়ে, শক্তির দেবী হিসেবে বিনা মূর্তিতেই কলা বৌ হিসেবে পুজো করার রীতি প্রচলন করেন । তারপর পুড়ে ছাই হয়ে যায় গোটা ঘর । সেই সময় রাজা কাশিনাথ সিংহ মানত করেন সোনার প্রতিমা তৈরী করে তাতে রুপার চালচিত্র লাগিয়ে মায়ের পুজো করবেন । 

আরও পড়ুন, Durga Puja: রাত পেরোলেই মহালয়া, শহরের পুজোমণ্ডপ পরিদর্শনে এলেন কলকাতা পুলিশ কমিশনার

তারপরই সোনার বিগ্রহ তৈরীর জন্য বেনারসের স্বর্ণ শিল্পীদের ডেকে পাঠিয়ে ১ সের সোনার দ্বিভুজা দূর্গা মূর্তি ও দেড় মন রুপার চালচিত্র তৈরী করান । সেই থেকে মহা ধুমধামের সঙ্গে সোনার বিগ্রহ ও রুপোর চালচিত্র পুজো হয়ে আসছে জয়পুর রাজবাড়ীতে । কিন্তু ১৯৭০ সালে একদল ডাকাত হানা দেয় রাজবাড়ীতে । তৎকালীন জেলা পুলিশ সুপারের উদ্যোগে রাজবাড়ীর দূর্গার স্বর্ণ বিগ্রহের নিরাপত্তা দিতে চালু হয় বিশেষ ব্যবস্থা । ঠিক হয় পূজোর পাঁচ দিন ছাড়া ৩৬১ দিন কড়া নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে বিগ্রহকে ব্যাংকের লকারে রাখা হবে । সেই থেকে আজও পর্যন্ত পূজোর পাঁচ দিনের জন্য ব্যাংক থেকে কড়া পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে পূজোর চারদিন দিন আনা হয় রাজবাড়িতে ।কিন্তু গত বছর থেকে বাধা হয়ে দাঁড়িয়েছে করোনা। বিগত বছর থেকে করোনা আবহে সাধারণ মানুষের ভিড় এড়াতে সোনার দুর্গা ও রুপোর চালচিত্রকে আনা হয়না রাজবাড়িতে । তবে পুজো হয় প্রাচীন ঐতিহ্য ও রীতিনীতি মেনেই।

আরও পড়ুন, ভাইরাসের ভয় নেই তেমন এখানে, ঘুরে আসুন ভুটানে  

আরও দেখুন, মাছ ধরতে ভালবাসেন, বেরিয়ে পড়ুন কলকাতার কাছেই এই ঠিকানায়  

আরও দেখুন, বৃষ্টিতে বিরিয়ানি থেকে তন্দুরি, রইল কলকাতার সেরা খাবারের ঠিকানার হদিশ  

আরও দেখুন, কলকাতার কাছেই সেরা ৫ ঘুরতে যাওয়ার জায়গা, থাকল ছবি সহ ঠিকানা  

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের
‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
Narendra Modi : 'কুয়েত যেন মিনি হিন্দুস্তান', কুয়েত সফরে এসে কেন বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?