সুস্থ করার নামে রাতে শ্মশানে ঝাড়ফুঁক, কিশোরীকে বারবার ধর্ষণ ওঝার

Published : Aug 09, 2021, 02:52 PM IST
সুস্থ করার নামে রাতে শ্মশানে ঝাড়ফুঁক, কিশোরীকে বারবার ধর্ষণ ওঝার

সংক্ষিপ্ত

মঙ্গলকোটে ঝাড়ফুঁকের নাম করে ১৯ বছরের কিশোরীকে ধর্ষণ, গ্রেফতার ওঝা,এলাকায় ব্যাপক চাঞ্চল্য।  

মঙ্গলকোটে ঝাড়ফুঁকের নাম করে ১৯ বছরের কিশোরীকে (Minor) ধর্ষণ (Rape), গ্রেফতার ওঝা (Exorcist),এলাকায় ব্যাপক চাঞ্চল্য। পূর্ব বর্ধমান (East Burdwan) জেলার মঙ্গলকোটের ঝিলেরা গ্রামে ধুমকেতু তলার একটি শ্মশান রয়েছে। স্থানীয় বাসিন্দা সূত্রে খবর, সেই শ্মশানে কেতুগ্রাম থানার মোরগ্রামের এক খ্যাপা বাবা নামে ওঝা আসে মাঝে মধ্যে। তার ভালো নাম মারু শেখ। বয়স ৪৩ বছর।

গত শনিবার কেতুগ্রাম থানার মোরগ্রামের এক ১৯ বছরের কিশোরীকে ঝাড়ফুঁক করবে বলে নিয়ে আসা হয় মঙ্গলকোটে ঝিলেরা গ্রামের ওই শ্মশানে। কিশোরীর পরিবারের অভিযোগ মাঝেমধ্যেই বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিল ওই মেয়েটি। প্রতিবেশীরা কিশোরীর বাবা মাকে পরামর্শ দেন ওঝা ডেকে ঝাড়ফুঁক করানোর জন্য। সেই নাকি পারবে কিশোরীকে সুস্থ করতে। 

ফেসবুকের লকড প্রোফাইল দেখবেন কীভাবে, রইল সহজ কয়েকটি উপায়

মুসলিম মহিলাদের অন্য ধর্মে বিয়ে করা পাপ, ফতোয়া মুসলিম ল বোর্ডের

দেবতার মূর্তি গুঁড়িয়ে তছনছ মন্দির, পাকিস্তানে উন্মত্ত জনতার তান্ডবে হতবাক গোটা বিশ্ব

সেই পরামর্শ মতো, কিশোরীর বাবা মা যোগাযোগ করে ওই ওঝার সাথে।এরপর ওঝা জানায়, কিশোরীকে নিয়ে শনিবার রাতে মঙ্গলকোটের শ্মশানে আসতে। সেখানে নাকি তার রোগ ভালো করা হবে। ওই কিশোরীর সঙ্গে ছিল তার বাবা। শনিবার রাত্রের দিকে ঝাড়ফুঁকের নাম বেশ কয়েকবার ধর্ষণ করে ওই ওঝা বলে অভিযোগ কিশোরীর মা ও বাবার। তারা লিখিত অভিযোগ জানায় মঙ্গলকোট থানায়।

রবিবার রাতে গ্রেফতার করা হয় ওই ওঝাকে। তাকে সোমবার পেশ করা হয়  কাটোয়া আদালতে।
 এই ঘটনায় মঙ্গলকোটের ঝিলেরা গ্রামে চাঞ্চল্য ছড়ায়। কিশোরীর মা ওই ওঝার দৃষ্টান্তমূলক সাজা দাবি করেছেন।
 

PREV
click me!

Recommended Stories

বাবরি মসজিদের জন্য কোটি কোটি টাকা হুমায়ুন কবীরের ব্যাঙ্ক অ্যাকাউন্টে, তলব করল SBI
LIVE NEWS UPDATE: 'আপনার টাকা আপনার অধিকার' কর্মসূচির সঙ্গে যুক্ত হলেন প্রধানমন্ত্রী মোদী, জানুন কী এই কর্মসূচি