উচ্চ মাধ্যমিকে নম্বর কম পাওয়ায় রাজ্য জুড়ে বিক্ষোভ, টায়ার জ্বালিয়ে অবরোধ পড়ুয়াদের

উচ্চ মাধ্যমিকে নম্বর কম পাওয়ায় রাজ্য জুড়ে বিক্ষোভ। উচ্চ মাধ্যমিকের নম্বর কম পাওয়ার অভিযোগ তুলে বিক্ষোভ হাতিয়া হাইস্কুলে এবং পুরুলিয়ার বলরামপুর ফুল চাঁদ উচ্চ বিদ্যালয়ে।

Asianet News Bangla | Published : Jul 24, 2021 11:47 AM IST / Updated: Jul 24 2021, 05:21 PM IST

উচ্চ মাধ্যমিকে নম্বর কম পাওয়ায় রাজ্য জুড়ে বিক্ষোভ। উচ্চ মাধ্যমিকের নম্বর কম পাওয়ার অভিযোগ তুলে বিক্ষোভ হাতিয়া হাইস্কুলে। স্কুলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে স্কুক গেটের সামনে হাতিয়া রায়গঞ্জ রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ পড়ুয়াদের। ঘটনায় তীব্র উত্তেজনা রায়গঞ্জের হাতিয়া হাইস্কুলে। পুরুলিয়ার বলরামপুর ফুল চাঁদ উচ্চ বিদ্যালয়ে বিক্ষোভের পথে ছাত্ররা।

আরও পড়ুন, 'আবেগের বশে বলে ফেলেছি', 'মুসলিম কন্যা' ইস্যুতে পদত্যাগের দাবি উঠতেই সাফাই মহুয়ার

 

 

শনিবার এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পড়ুয়াদের অভিযোগ, স্কুল কর্তৃপক্ষ কাউন্সিলের নিয়ম অনুযায়ী নম্বর না দিয়ে সেক্ষেত্রে পক্ষপাতিত্ব করেছেন বলে অভিযোগ তোলেন পরীক্ষার্থীরা। শুক্রবার এই বিষয়ে স্কুলে গিয়ে শিক্ষকদের সঙ্গে কথা বলার পরেও কোনও সুরাহা হয়নি এমনকি শনিবার ফের নম্বর বৃদ্ধির বিষয়ে স্কুল কর্তৃপক্ষকে অনুরোধ জানাতে গেলে কোনো বিশেষ দিশা না পাওয়ায় শেষ পর্যন্ত স্কুল গেটের সামনে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভে ফেটে পড়েন পড়ুয়ারা। এদিকে স্কুল সুত্রে জানা গেছে, এবারে হাতিয়া হাইস্কুলে মোট ১৩১ জন পরীক্ষার্থী ছিলেন। তাদের মধ্যে সকলেই কৃতকার্য হয়েছেন। ওই স্কুলের সর্বোচ্চ নম্বর এসেছে ৩৪৮। কিন্তু একাদশ শ্রেনীর নম্বর নিয়ে পড়ুয়ারা অশন্তোষ প্রকাশ করায় আগ্রহীরা আবারও পরীক্ষার ব্যবস্থা করা যেতে পারে বলে জানান স্কুল কর্তৃপক্ষ। এই বিষয়ে জেলা স্কুল শিক্ষা দফতর ও উচ্চ মাধ্যমিক কাউন্সিলেও জানানো হবে বলে স্কুলের প্রধান শিক্ষক জানিয়েছেন।

আরও পড়ুন, পাস-ফেল নিয়ে জটিলতা, আসানসোলের স্কুলে বিক্ষোভে ফেটে পড়ল HS-র ছাত্রীরা

 

 


অপরদিকে, উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলে ২২৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৬ জন পরীক্ষার্থী অকৃতকার্য ।পুরুলিয়ার বলরামপুর ফুল চাঁদ উচ্চ বিদ্যালয়ে বিক্ষোভের পথে ছাত্ররা।উচ্চমাধ্যমিক পরিক্ষায় ফলাফলে ২২৬ জন পরিক্ষাথীর্র মধ্যে ৪৬ জন পরিক্ষার্থী অকৃতকার্য হওয়ায় বিদ্যালয়ের প্রধানশিক্ষক কে ঘেরাও করে বিক্ষোভ দেখালো পুরুলিয়ার বলরামপুর ফুলচাঁদ উচ্চ বিদ্যালয়ের ছাত্ররা।বৃহস্পতিবার উচ্চ মাধ্যমিক পরিক্ষার ফলাফল প্রকাশিত হয়। তাতে ২২৬ জন পরিক্ষার্থীর মধ্যে ৪৬ জন কলাবিভাগের ছাত্র অকৃতকার্য হন।তারপরেই ছাত্র রা ক্ষোভে ফেটে পড়ে। শুক্রবার দিন বিদ্যালয়ে এসে প্রধান শিক্ষককে ঘেরাও করে। তাদের দাবী গতবছর একাদশ শ্রেনীতে পাস করলেও ,উচ্চ শিক্ষা সংসদের নির্দেশ মতো ফলাফলের পরেও কেনো তারা উত্তীর্ণ হতে পারেনি তা নিয়ে প্রশ্ন তুলে ছাত্ররা বিক্ষোভ দেখায়।এবিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস কুমার পতি জানান।আমাদের তরফ থেকে কোনো ত্রুটি হয়নি।একাদশ শ্রেনীর ফলাফলের ভিত্তিতে এই ফলাফল। ছাত্রদের তিনি আস্বাস দেন যদি উচ্চ শিক্ষা সংসদ কোনো রকম পরিক্ষার নেওয়ার নির্দেশ দেয় তাহলে তারা পুনরায় তারা পরিক্ষা  দিতে পারবে।যদিও বিদ্যালয়ের ফলাফল নিয়ে কিছুই জানেননি বলে জানান বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি সুব্রত মন্ডল। 
 

আরও পড়ুন, ভাইরাসের ভয় নেই তেমন এখানে, ঘুরে আসুন ভুটানে  

আরও দেখুন, মাছ ধরতে ভালবাসেন, বেরিয়ে পড়ুন কলকাতার কাছেই এই ঠিকানায়  

আরও পড়ুন, রাজ্য়ের সর্বনিম্ন সংক্রমণ এই জেলায়, বৃষ্টিতে হারাতেই পারেন পুরুলিয়ার পাহাড়ে

আরও দেখুন, বৃষ্টিতে বিরিয়ানি থেকে তন্দুরি, রইল কলকাতার সেরা খাবারের ঠিকানার হদিশ  

আরও দেখুন, কলকাতার কাছেই সেরা ৫ ঘুরতে যাওয়ার জায়গা, থাকল ছবি সহ ঠিকানা 

আরও পড়ুন, বনগাঁ লোকাল নয়, জাপানে ঠেলা মেরে ট্রেনে তোলে প্রোফেশনাল পুশার, রইল পৃথিবীর আজব কাজের হদিস 

Share this article
click me!