এ কোন শুভেন্দু অধিকারী, বিধায়কের এই গুণের কথা জানতেন কি, দেখুন ভিডিও

Published : Aug 31, 2021, 01:06 AM IST
এ কোন শুভেন্দু অধিকারী, বিধায়কের এই গুণের কথা জানতেন কি, দেখুন ভিডিও

সংক্ষিপ্ত

ভারতীয় জনতা পার্টির নন্দীগ্রাম কেন্দ্রীয় কার্যালয়ে সোমবার জন্মাষ্টমী পূজার শুভ সূচনা হয়। নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী এই পুজোর সূচনা করেন।

তিনি বিধানসভার বিরোধী দলনেতা, তিনি নন্দীগ্রামে টাফ ফাইট দিয়ে হারিয়েছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়কে। তাঁর তীক্ষ্ন যুক্তি বাণে ঘায়েল হয় শাসক তৃণমূল। সেই শুভেন্দু অধিকারী ক্যামেরায় ধরা দিলেন একদম অন্য রূপে। 

নন্দীগ্রাম বিধানসভার ভারতীয় জনতা পার্টির নন্দীগ্রাম (Nandigram) কেন্দ্রীয় কার্যালয়ে সোমবার জন্মাষ্টমী পূজা (Janmashtami Puja) শুভ সূচনা হয়। নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari) এই পুজোর সূচনা করেন। রাত ১১টা নাগাদ নন্দীগ্রামে পৌঁছান শুভেন্দু অধিকারী। তার পর যে ছবি দেখা গেল, তা অভূতপূর্ব। 

শুক্রবারের নমাজে এবার থেকে তালিবানদের গুরুত্ব বোঝাবেন ইমামরা, জারি ফতোয়া

মুসলিম নয়, শুধু হিন্দুদের আশ্রয় দিচ্ছে ভারত, দিল্লি থেকে বিতাড়িত হয়ে বিস্ফোরক আফগান সাংসদ

Bank Holidays in September : সেপ্টেম্বর মাসে কোন কোন দিনে বন্ধ ব্যাঙ্ক, দেখে নিন তালিকা

ক্যামেরায় একদম অন্য রূপে ধরা পড়লেন বিধানসভার বিরোধী দলনেতা। খোল বাজিয়ে কীর্তন গাইলেন বিধায়ক। সঙ্গে থাকা অনুগামীরা গলা মেলালেন।

প্রথমে মাইক না থাকলেও স্পষ্ট বোঝা যাচ্ছিল তাঁর গান। পরে মাইক ধরতেই কীর্তনের বোল আরও স্পষ্ট হয়। 

PREV
click me!

Recommended Stories

Today live News: উত্তুরে হাওয়ায় বঙ্গে শুরু শীতের ঝোড়ো ব্যাটিং, আর কতটা নামবে পারদ? রইল বিরাট আপডেট
উত্তুরে হাওয়ায় বঙ্গে শুরু শীতের ঝোড়ো ব্যাটিং, আর কতটা নামবে পারদ? রইল বিরাট আপডেট