অনুব্রত মণ্ডলের গ্রেফতারিতে অভিনব প্রতিবাদ, বন্ধ করে দেওয়া হল শান্তিনিকেতনের সোনাঝুরির হাট


কোনও ঘোষণা ছাড়াই হঠাৎ করে শনিবার বন্ধ হয়ে গেল শান্তিনিকেতনের অতি জনপ্রিয় সোনাঝুরির হাট। স্বাধীনতা দিবসের প্রাক্কালে সপ্তাহান্তে হঠাৎ করে সোনাঝুরির হাট বন্ধ হয়ে যাওয়ায় আর্থিক খতিগ্রস্থ ব্যবসায়ীরা।

কোনও ঘোষণা ছাড়াই হঠাৎ করে শনিবার বন্ধ হয়ে গেল শান্তিনিকেতনের অতি জনপ্রিয় সোনাঝুরির হাট। স্বাধীনতা দিবসের প্রাক্কালে সপ্তাহান্তে হঠাৎ করে সোনাঝুরির হাট বন্ধ হয়ে যাওয়ায় আর্থিক খতিগ্রস্থ ব্যবসায়ীরা। বিষণ্ণ ক্রেতা এবং পর্যটকেরা। কিন্তু প্রশ্ন উঠছে কেন আচমকা হাট বন্ধ করে দেওয়া হল। এই বিষয়ে কোনও উত্তর দেয়নি স্থানীয় প্রশাসন। তৃণমূল কংগ্রেস নেতারাও মুখে কুলুপ এঁটেছেন।   সূত্রের খবর বীরভূমের বেতাজ বাদশা অনুব্রত মণ্ডলের গ্রেফতারির প্রতিবাদেই আচমকা হাট বন্ধ করে দেওয়া হয়েছে। 

টানা ছুটিতে এই সময়ে বহু পর্যটক বোলপুর-শান্তিনিকেতনে বেড়াতে যান। আর সপ্তহান্তে বোলপুরের অন্যতম আকর্ষণ হল সোনাঝুরির হাট। হঠাৎ করে হাট বন্ধ হয়ে যাওয়ার ঘটনায় বীরভূমের দাপুটে নেতা গ্রেফতারির যোগ রয়েছে বলে অভিযোগ করেছেন ব্যবসায়ীরা। অনুব্রত মণ্ডলের গ্রেফতারির পরে বীরভূম কিছুটা হলেও নিঃশব্দ। প্রতিবাদ হলেও তেমন জোরাল কিছু হয়নি। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আরও পাঁচটা জেলায় যেমন মিছিল হয়েছিল এখানেও তেমনই হয়েছে।  বাম-বিজেপি তো বটেও দোর্দণ্ড প্রতাপ অনুব্রত মণ্ডলকে সমীহ করে চলত তার দলের নেতা কর্মীরাও। তাঁর গ্রেফতারিতা রাজনৈতিকভাাবে একটা শূন্যস্থান তৈরি হয়েছে বীরভূমের জেলা রাজনীতিতে। তেমনই মনে করছে বিশেষজ্ঞরা। কিন্তু আচমকা সোনাঝুরির হাট বন্ধ করে দেওয়ায় স্থানীয় অনেক ব্যবসায়ী মেনে নিতে পারছে না। 

Latest Videos

সপ্তাহান্তে শনি ও রবিবার সকালে সোনাঝুরির মাঠে হাট বসে। তারপর সন্ধ্যা হতেই সেই হাট উঠে যায়। বহু বছর ধরে একইভাবে চলে আসা এই সোনাঝুরির হাট যেমন বোলপুর-শান্তিনিকেতনের ঐতিহ্য, তেমনই বোলপুর-শান্তিনিকেতনবাসী থেকে পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয়। এই হাটে বোলপুরের শিল্পীদের হাতে তৈরি ডায়েরি, ঘর সাজানোর উপকরণ থেকে শান্তিনিকেতনী কাজ করা কুর্তা, পাঞ্জাবি, শাড়ি সহ নানান খাবার সামগ্রী বিক্রি হয়। শিল্পীরা নিজেরাই তাঁদের পসরা হাটে সাজিয়ে বসেন।


আর শান্তিনিকেতনী বিভিন্ন পসরার সঙ্গে উপরিপাওনা হিসাবে থাকে আদিবাসী নৃত্য এবং বোলপুরের বিখ্যাত বাউল গান। এই বাউল গানের টানে বহু পর্যটক সোনাঝুরির হাটে আসেন। আবার আদিবাসী নৃত্যের সঙ্গে তালে তাল মিলিয়ে কোমরও দোলান কলকাতা সহ দেশি-বিদেশি পর্যটকেরা। আর পর্যটকদের কিছুটা আনন্দ দিয়েই সপ্তাহান্তে সোনাঝুরির হাটে উপার্জন করেন বোলপুরের আদিবাসী সম্প্রদায়। শান্তিনিকেতনের শিল্পীরাও সপ্তাহান্তের এই দুটি দিনের জন্য অপেক্ষা করে থাকেন। রাজ্যের গণ্ডি ছাড়িয়ে দেশ-বিদেশের বহু পর্যটক সোনাঝুরির হাটে আসেন। তাঁদের কাছে শান্তিনিকেতনী নকশা করা সামগ্রী বিক্রি করে উপার্জন করেন শিল্পীরা।

কোভিডকালে লকডাউনের সময় এবং বিশেষ কারণ ছাড়া সাধারণত সোনাঝুরি হাট বন্ধ হওয়ার কথা শোনা যায়নি। এদিন হঠাৎ করে সেই হাট বন্ধ হয়ে যাওয়ায় মন খারাপ বিক্রেতা থেকে পর্যটকদের। হাট বন্ধের ব্যাপারে আগাম কোনও ঘোষণা ছিল না। ফলে অনেক বিক্রেতা যেমন তাঁদের পসরা নিয়ে হাটে গিয়েও ফিরে আসতে বাধ্য হয়েছেন।

ব্যবসায়ী সংগঠনের সম্পাদক শেখ কুরবানি বলেন, অনুব্রত মণ্ডলের অনৈতিক গ্রেফতারির প্রতিবাদে আমরা সোনাঝুরির হাটে একদিনের জন্য বন্ধ করছি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা হঠাৎ করে গ্রেফতার করে নিয়ে গিয়েছে তাই আমরা তড়িঘড়ি বন্ধের সিদ্ধান্ত নিয়েছি। পর্যটকদের অনুসবিধা হচ্ছে আমরা জানি। কিন্তু আমরাও তো আর্থিক ভাবে খতিগ্রস্থ হচ্ছি”। স্থানীয় জল বিক্রেতা বলেন, “তৃণমূল সংগঠন থেকে বন্ধ করা হয়েছে। আজ আমরা বেকার হয়ে গেলাম। বিকেলে আবার মিছিলে যেতে হবে। আমরা আর্থিকভাবে খতিগ্রস্থ হলাম”।

মোদীর 'হার ঘর তিরঙ্গার' পাল্টা মমতার 'মাই আইডিয়া ফর ইন্ডিয়া', ৭৫তম স্বাধীনতা দিবসের আগে ডিজিটাল 'যুদ্ধ'

কে এই হাদি মার্তার? সলমন রুশদির হামলার কারণও জানাল পুলিশ

'তদন্তে ভয় নেই, আদালতে আস্থা রয়েছে', বিরোধীরা সামাজিক সম্মানে আঘাত করতে চাইছে বলে অভিযোগ ফিরহাদের

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

গভীর রাতে ধানক্ষেতে ভয়াবহ দৃশ্য! শিউরে উঠবেন আপনিও, আতঙ্কে গোটা Jaynagar, দেখুন | South 24 Parganas
প্রয়াগে ডুব দিয়ে পবিত্র স্নান সারলেন যোগী আদিত্যনাথ | CM Yogi | Prayagraj | Mahakumbh 2025 |
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury