একতলায় কেউ না থাকায় হাত টেনে ধরেছিলেন মাস্টারমশাই, শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ ছাত্রীর

শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আনল ছাত্রী। শিক্ষকের পাশে দাঁড়ায়ে অভিযোগ অস্বীকার করলেন অভিযুক্তের স্ত্রী। 
 

Asianet News Bangla | Published : Jul 20, 2021 4:07 PM IST

শিক্ষকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুললে ছাত্রী। ব্যক্তিগত প্রয়োজনে শিক্ষকের বাড়িতে গিয়েছিলের পড়ুয়া। সেই সময় নিচের তলায় কেউ না থাকার সুযোগ নিয়ে শিক্ষক ছাত্রীর শ্লীলতাহানি করে বলে অভিযোগ তুলে পুলেশের দ্বারস্থ হয়েছেন তিনি। যদিও শিক্ষকের স্ত্রী এই অভিযোগ মানতে নারাজ।

Pegasus: অভিষেকের অফিসের কল রেকর্ড নিয়ে শুভেন্দুর মন্তব্য, জ্ঞিজ্ঞাসাবাদের দাবি কুণালের 

Latest Videos

উপহারে ১ হাজার কেজি মাছ- ১০টি ছাগল, মেয়েকে ভালোবাসার এক অন্য ধরনের নজির দেখালেন এই বাবা

স্কুলের পঠনপাঠন সবই চলছে অনলাইনে। কোচিংও অনেক সময় অনলাইনেই হয়। কিন্তু সোমবার সকালে ব্যক্তিগত পড়া বুঝে নেওয়ার জন্যই এক পড়ুয়া গিয়েছিলেন শিক্ষকের বাড়িতে। কালনায় দোতলা বাড়িতেই বাস করেন গৃহশিক্ষক। কিন্তু ছাত্রীটি যে সময় বাড়িতে  যায় সেই সময় নিচের তলায় কেউ ছিল না। তবে ওপরের তলায় ছিলেন শিক্ষকের স্ত্রী। ছাত্রীর অভিযোগ নিচের তলায় কেউ না থাকার সুযোগ নিয়ে মাস্টারমশাই তাঁর হাত চেপে ধরে। চেপে ধরা হয় তাঁর মুখও। তাঁর শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ তুলেছেন তিনি। তারপরেই কোনও রকমে ছাত্রীটি চিৎকার করে। সেই সময় দোতলা থেকে নেমে আসেন শিক্ষকের স্ত্রী। তারপরই সেখানে ছাত্রীকে হুমকির মুখে পড়তে হয়। কোনও কথা কাউকে জানালে ফল ভালো হবে না বলেও হুমকি দেওয়া হয় শিক্ষকের পরিবারের পক্ষ থেকে। তেমনই জানিয়েছেন ছাত্রী। 

বিয়ের পিঁড়িতে কনেকে দেখে ভ্যাবাচ্যাকা খেল বর, তারপর কী হল জানতে দেখুন ভাইরাল ভিডিওটি

বাড়িতে চলে এসে ছাত্রী তাঁর মাকে সব কথা খুলে বলেন। তারপরই তাঁরা কালনা থানার দ্বারস্থ হয়েছে। জায়ের করা হয়েছে লিখিত অভিযোগও। যদিও স্বামীর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। যদিও এই বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেননি অভিযুক্ত শিক্ষক।  তবে ছাত্রী জানিয়েছেন এর আগে এজাতীয় কোনও ঘটনা তাঁর সঙ্গে ঘটেনি। শিক্ষক অন্য কোনও ছাত্রী বা পড়ুয়াদের অসম্মান করেছেন এমন কোনও তথ্যও তাঁর কাছে নেই। 
 

Share this article
click me!

Latest Videos

'তৃণমূল সরকার মানুষকে পরিষেবা দিতে ব্যর্থ তাই পথে নেমে পড়েছে রাজ্য়পাল', মন্তব্য শমীক ভট্টাচার্যের
অন্ধকারে মশাল হাতে আগমেশ্বরী মাতার নিরঞ্জন! Shantipur-এর রাজপথে ভক্তদের জোয়ার | Kali Puja 2024
মহিলাদের নিরাপত্তায় বড় উদ্যোগ! ফ্রী ক্যারাটে প্রশিক্ষণ শিবির রাজ্যজুড়ে! | RG Kar
'এই তৃণমূলকে উপরে ফেলব' মাদারিহাটে রাহুল লোহারের সমর্থনে প্রচারে গিয়ে হুঙ্কার শুভেন্দুর | Suvendu A
মাদারিহাট উপনির্বাচনের প্রচারে ঝড় তুললেন শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari | Madarihat | BJP