৭২ শতাংশের বেশি ভোটদান জঙ্গিপুর-সামশেরগঞ্জে , একাধিক অভিযোগে কমিশনে বিরোধী শিবির

জঙ্গিপুর, সামশেরগঞ্জ জোড়া বিধানসভা কেন্দ্রে দিনভর বিক্ষিপ্ত উত্তেজনার মধ্যে দিয়ে ভোট  ৭২ শতাংশের অধিক পড়েছে। এদিকে একাধিক অভিযোগ নিয়ে কমিশনের দ্বারস্থ হচ্ছেন বিরোধী শিবির।

 

জঙ্গিপুর-সামশেরগঞ্জ (Jangipur and Samsherganj assembly constituencies) জোড়া বিধানসভা কেন্দ্রে দিনভর বিক্ষিপ্ত উত্তেজনার মধ্যে দিয়ে ভোট  ৭২ শতাংশের অধিক পড়েছে। এদিকে একাধিক অভিযোগ নিয়ে (Election Commission) কমিশনের দ্বারস্থ হচ্ছেন বিরোধী শিবির।

আরও পড়ুন, Bhabanipur By Election : BJP নেতার গাড়ির উপর হামলা, গ্রেফতার কল্যাণের আপ্ত সহায়ক, এলেন প্রিয়াঙ্কা

Latest Videos

বৃহস্পতিবার কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে ভবানীপুর আসনের উপ-নির্বাচনের পাশাপাশি মুর্শিদাবাদের নজরকাড়া জঙ্গিপুর ও সামশেরগঞ্জ জোড়া বিধানসভা কেন্দ্রের ভোট গ্রহণ পর্ব সম্পন্ন হয়। দিনভর বিক্ষিপ্তভাবে একাধিক উত্তেজনাকর ঘটনার পাশাপাশি তৃণমূলের দাপুটে নেতা তথা জেলা পরিষদের স্বাস্থ্য কর্মধক্ষ আনারুল হককে খোদ তৃণমূল কর্মীর বাড়িতে হামলা চালানোর অভিযোগে পরবর্তীতে করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ, তৃণমূল কর্মী জিয়াউর রহমানের বাড়িতে হামলায় জড়িত সে। উল্লেখ্য, তৃণমূলের এই দাপুটে নেতা আনারুল সম্পর্কে শমসেরগঞ্জের কংগ্রেস প্রার্থী জইদুর রহমানের ভাইপোও বটে। প্রসঙ্গত, জঙ্গিপুর ও সামশেরগঞ্জে বিরোধী বাম ও কংগ্রেস উভয় রাজনৈতিক দলের প্রার্থীদের অকাল প্রয়াণ ঘটেছিল। যার জেরে এই দুই আসনেও ভোট হয়নি। কমিশনের নির্দেশে,এই দুই বাড়তি নিরাপত্তা নিয়ে এদিন নির্বাচন শুরু হয়।

আরও পড়ুন, Murshidabad: ভোটারদের প্রভাবিত করার চেষ্টায় বাহিনীর হাতে পাকড়াও তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর

শুরুতেই জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রে নৌকা করে  বিজেপি প্রার্থী সুজিত দাস বিভিন্ন এলাকায় গিয়ে বুথে বুথে ভোট দান প্রক্রিয়া ঘুরে দেখেন।  তাঁকে ফলের দোকানেও দেখা যায়। এরপর রঘুনাথগঞ্জ সদর ফেরিঘাট ভাগিরথীতে ফুরফুরে মেজাজে নৌকা বিহারে বের হন প্রার্থী।বেলা ৫ টা পর্যন্ত সামশেরগঞ্জ বিধানসভায় ভোট পড়েছে ৭৩ শতাংশের অধিক। জঙ্গিপুর কেন্দ্রে ৭০ শতাংশের বেশি। বিক্ষিপ্ত ঘটনার মধ্যে উল্লেখযোগ্য ভাবে তৃণমূল নেতা মুক্তা কবির ওরফে কালুর মাথা ফাটানোর অভিযোগ ওঠে কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে। স্থানীয় ৯ নম্বর ওয়ার্ডের ২৭ ২৮ ২৯ নম্বর বুথের ঘটনা কে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়।  সামাল দিতে ছুটে আসে কেন্দ্রীয় বাহিনী। আতঙ্কে ঘরবন্দি তৃণমূলের কো অর্ডিনেটর কালু ওরফে মুক্তা কবির। প্রশাসনের কাছে নিরাপত্তার দাবি জানান তিনি।

আরও পড়ুন, Samserganj: TMC কর্মী উপর হামলার অভিযোগে কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে FIR

এদিকে জঙ্গিপুরে বেশ কয়েকটি ভোটদান কেন্দ্রে তৃণমূলের স্টিকার লাগানো টোটোতে ভোটারদের ভোট কেন্দ্রে নিয়ে এসে প্রভাবিত করার অভিযোগ বিরোধীদের।সামশেরগঞ্জ বিধানসভার  ১৪৯, ১৪৯ এ ও ১৫০ ,১৫০ এ নম্বর বুথের ভোটকেন্দ্রের একশো মিটারের মধ্যে,  তৃণমূলের বুথ অফিসের সামনে  ভোটারদের প্রভাবিত করার অভিযোগের ভিডিও ছড়িয়ে পড়তেই ব্যাপক উত্তেজনা তৈরি হয় সেখানে। সেই অভিযোগ নস্যাত্ করে শাসক দল তৃণমূল। জঙ্গিপুরে বুথের সামনে অবৈধ জমায়েত কে ঘিরে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। আহিরন চাঁইপাড়া প্রাথমিক বিদ্যালয় ২৫,২৬নম্বর বুথে জমায়েত সরায় কেন্দ্রীয় বাহিনী। সামসেরগঞ্জে ১৭২নম্বর বুথে তৃণমূল প্রার্থী কে ভোট দিতে বলেলাইনে দাঁড়িয়ে তৃণমূল নেতা এই অভিযোগের ভিত্তিতে রিপোর্ট তলব করে কমিশন। জঙ্গিপুর ১২৬ নং বুথ কাজিনজরুল অ্যাকাডেমিতে ইভিএম খারাপ হয়ে যায় শেষ মুহূর্তে। পরবর্তীতে অবজারভার এসে পরিস্থিতি স্বাভাবিক করেন। সব মিলিয়ে দিনভর দুই বিধানসভা কেন্দ্রে চাপা উত্তেজনার মধ্যে দিয়ে ভোটদান পর্ব সম্পন্ন হয়।একাধিক অভিযোগ নিয়ে কমিশনের দ্বারস্থ হচ্ছেন বিরোধী শিবির বলেই শেষ পাওয়া খবরে জানা গিয়েছে।

  আরও পড়ুন, ভাইরাসের ভয় নেই তেমন এখানে, ঘুরে আসুন ভুটানে  

আরও দেখুন, মাছ ধরতে ভালবাসেন, বেরিয়ে পড়ুন কলকাতার কাছেই এই ঠিকানায়  

আরও দেখুন, বৃষ্টিতে বিরিয়ানি থেকে তন্দুরি, রইল কলকাতার সেরা খাবারের ঠিকানার হদিশ  

আরও দেখুন, কলকাতার কাছেই সেরা ৫ ঘুরতে যাওয়ার জায়গা, থাকল ছবি সহ ঠিকানা  

 

 

Share this article
click me!

Latest Videos

Naihati-তে কার পাল্লা ভারী? ফল ঘোষণার আগে উত্তেজনা তুঙ্গে গোটা এলাকায় | Naihati By Election Results
'কয়লার ৭৫ ভাগ তৃণমূলের (TMC) পকেটে যায়' বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর (Suvendu Adhikari)
Bear Rescue Operation | বরফের মধ্যে ভাল্লুকের প্রান বাঁচাল ভারতীয় সেনা, দেখুন দুঃসাহসিক ভিডিও
Live: মথুরাপুরে সদস্যতা অভিযান অগ্নিমিত্রা পালের, দেখুন সরাসরি
হঠাৎ করে TMC নেতারা পুলিশের বিরুদ্ধে কেন? কী উদ্দেশ্যে? প্রশ্ন অগ্নিমিত্রার | Agnimitra Paul