গোসাবায় ভোটের প্রচারে নদী পথে তৃণমূল প্রার্থী, 'BJP প্রার্থীদের প্রচারে বাধা' অভিযোগ দিলীপের

বৃহস্পতিবার গোসাবা উপনির্বাচনের প্রচারে  তৃণমূল প্রার্থী সুব্রত মন্ডল ।  দোরগড়ায় চার কেন্দ্রের উপনির্বাচন, 'আসন্ন উপনির্বাচন কতটা শান্তিপূর্ণ হবে, তা নিয়ে সংশয় আছে', বার্তা দিলীপের।  

Asianet News Bangla | Published : Oct 21, 2021 7:06 AM IST

বৃহস্পতিবার গোসাবা উপনির্বাচনের প্রচারে (Gosaba By Election Campaign) তৃণমূল প্রার্থী সুব্রত মন্ডল (TMC Candidate Subrata Mondal)। উল্লেখ্য, দোরগড়ায় চার কেন্দ্রের উপনির্বাচন (By Election)। (Bhabanipur By Election) ভবানীপুরে তৃণমূলের বিপুল জয়ের পর স্বাভাবিকভাবেই চাপ বেড়েছে বিরোধী শিবিরে। এহেন পরিস্থিতিতে  উপনির্বাচনের প্রচারের ইস্যু গুরুতর অভিয়োগ আনলেন বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ  (Dilip Ghosh)।

আরও পড়ুন, 'দেশটা কি পাকিস্তানে পরিণত হচ্ছে ', বাংলাদেশকাণ্ডে সরব অপর্ণা, 'প্রলাপ' বলে কটাক্ষ তথাগতর

উল্লেখ্য  ৩০ অক্টোবর শান্তিপুর, খড়দহ, গোসাবা,দিনহাটা এই চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। বৃহস্পতিবার সকালে গোসাবায় নদীপথে ভোট প্রচার শুরু করলেন গোসাবা উপনির্বাচনের তৃণমূল প্রার্থী সুব্রত মন্ডল। এদিন সকালে গোসাবা খেয়া ঘাট থেকে দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে ভটভটিতে করেই বিভিন্ন দ্বীপে জনসংযোগ শুরু করেন সুব্রত। সঙ্গে ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শওকত মোল্লা। জানা গিয়েছে, ২৩ অক্টোবর থেকে উপনির্বাচন উপলক্ষে উপনির্বাচনের প্রচারে যাবেন  তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্যায়। এহেন পরিস্থিতিতে  উপনির্বাচনের প্রচারের ইস্যু গুরুতর অভিয়োগ আনলেন বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।

আরও পড়ুন, 'এরপরেও বলে ভ্যাকসিন নেই', ১০০ কোটি টিকাকরণের পথে মমতার সরকারকে তোপ দিলীপের

দিলীপ ঘোষ বলেছেন, আসন্ন উপনির্বাচন কতটা শান্তিপূর্ণ হবে, তা নিয়ে সংশয় আছে। দিনহাটা, গোসাবায় বিজেপি প্রার্থীদের প্রচারে বাধা দেওয়া হচ্ছে। বিজেপি কর্মীদের ক্রমাগত হুমকি দেওয়া হচ্ছে বলে বৃহস্পতিবার জানালেন দিলীপ ঘোষ। প্রসঙ্গত,  দিনহাটায় তৃণমূলের হয়ে দাড়িয়েছেন উদয়ন গুহ।বামেদের হয়ে আব্দুর রইফ। দিনহাটায় বিজেপি প্রার্থী হয়ে লড়ছেন অশোক মন্ডল। শান্তিপুরে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ব্রজকিশোর গোস্বামী এবং গোসাবায় সুব্রত মন্ডল। শান্তিপুরে বিজেপির হয়ে ভোটযুদ্ধে লড়ছেন নিরঞ্জন বিশ্বাস এবং গোসাবায় বিজেপি প্রার্থী পলাশ রাণা। এই দুই কেন্দ্রে সিপিআইএম-র প্রার্থী সৌমেন মাহাতো এবং আরএসপি-র অনিলচন্দ্র মন্ডল।  

আরও দেখুন, বিরিয়ানি থেকে তন্দুরি, রইল কলকাতার সেরা খাবারের ঠিকানার হদিশ  

আরও দেখুন, কলকাতার কাছেই সেরা ৫ ঘুরতে যাওয়ার জায়গা, থাকল ছবি সহ ঠিকানা  

আরও দেখুন, মাছ ধরতে ভালবাসেন, বেরিয়ে পড়ুন কলকাতার কাছেই এই ঠিকানায়  

আরও পড়ুন, ভাইরাসের ভয় নেই তেমন এখানে, ঘুরে আসুন ভুটানে  

Share this article
click me!