প্রশান্ত কিশোরের সঙ্গে নতুন করে চুক্তির পথে তৃণমূল, শর্ত দিয়ে লাগাম পরানোর চেষ্টা মমতার

প্রশান্ত কিশোরের দল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) অনুমোদন ছাড়াই পুরসভা নির্বাচনের একটি প্রার্থী তালিকা সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছিল বলে অভিযোগ উঠেছে। যা নিয়ে রাজ্যে পুরসভা নির্বাচনে প্রবল সমস্যার মধ্যে পড়তে হয়েছিল তৃণমূল কংগ্রেসকে।

সমস্ত জল্পনা উড়িয়ে তৃণমূল কংগ্রেস (TMC) ভোটকুশলী প্রশান্ত কিশোরের (Prashant Kishor) সংস্থা  I-PACএর সঙ্গে চুক্তি পুনর্নবীকরণ করার সিদ্ধান্ত নিয়েছে। যার অর্থ প্রশান্ত কিশোরের সঙ্গেই আগামী দিনে কাজ চালিয়ে যাওয়ার পথে তৃণমূল কংগ্রেস। এবার প্রশান্ত কিশোরের সংস্থার ওপর বেশি কিছু শর্ত আরোপ করতে চলেছে বলেও সূত্রের খবর। দলীয় সূত্রের খবর উপদেষ্টা হিসেবে প্রশান্ত কিশোরের ভূমিকা সীমিত করার  পথেই হাঁটছে তৃণমূল। পাশাপাশি তাঁর সংস্থা যাতে দলীয় ও অভ্যন্তরীন ইস্যুতে হস্তক্ষেপ না করে তার জন্য ভোট কুশলীকে নির্দেশ দেওয়া হয়েছে। 

প্রশান্ত কিশোরের দল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) অনুমোদন ছাড়াই পুরসভা নির্বাচনের একটি প্রার্থী তালিকা সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছিল বলে অভিযোগ উঠেছে। যা নিয়ে রাজ্যে পুরসভা নির্বাচনে প্রবল সমস্যার মধ্যে পড়তে হয়েছিল তৃণমূল কংগ্রেসকে। দলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে এসেছিল। যদিও আই-প্যাক সংস্থার পক্ষ থেকে এই অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু এই পটভূমিকায় প্রশান্ত কিশোরের সঙ্গে নতুন করে চুক্তি করা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেও মনে করছে তৃণমূল কংগ্রেসের একটি অংশ। 

Latest Videos

প্রশান্ত কিশোরের ও তাঁর সংস্থার সঙ্গে যোগাযোগ মূল দায়িত্ব ছিল মমতা বন্দ্যোপাধ্যেয়ের ভাইপো তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর।  যা নিয়ে দলের অন্দরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগামীদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামীদের বিরোধও সামনে এসেছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শেষ পর্যন্ত হাল ধরতে হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু তারপরেও মমতার নির্দেশেই প্রশান্ত কিশোরের সঙ্গে নতুন করে চুক্তি করতে চলছে বলেও সূত্রের খবর। তবে এবার প্রশান্ত কিশোরের সংস্থা আই-প্যাক যেসব সুপারিশ করবে বা যা যা পরামর্শ দেবে তা সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেই পাঠাতে হবে বলেও নির্দেশ দেওয়া হয়েছে। 

দিন কয়েক আগেই এক তৃণমূল কংগ্রেস নেতা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রশান্ত কিশোরের কাজে অত্যান্ত বিরক্ত হয়েছিলেন। তিনি আই-প্যাকের সঙ্গে চুক্তি বাতিল করে দেওয়ার ইচ্ছেও প্রকাশ করেছিবলেন। কিন্ত গতবছর বিধানসভা নির্বাচনে প্রশান্ত কিশোরের হাত ধরেই বিপুল ভোটে জয় লাভের কথা মনে করেই আবার নতুন করে প্রশান্ত কিশোরের সঙ্গে চুক্তি করতে  চলেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক তৃণমূল নেতা জানিয়েছেন, আগামী দিনে প্রশান্ত কিশোর শুধুমাত্র সরকারি উদ্যোগ ও তার কীভাবে লাভবান হওয়া যাবে তাই নিয়ে পরামর্শ দেবে। তৃণমূল সংগঠন থেকে দূরে রাখা হবে প্রশান্ত কিশোরকে। 

তবে এই বিবাদের মধ্যেও প্রশান্ত কিশোরকে দিন দুই আগে অর্থাৎ মঙ্গলবার তৃণমূল কংগ্রসের একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মঞ্চ শেয়ার করেছিলেন মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। 

রুশ সেনার ধ্বংসলীলা, যুদ্ধের ১৫দিনে বিমান হানা ইউক্রেনের শিশু হাসপাতালে

গোয়াতে একক সংখ্যাগরিষ্ঠতা না পেয়েও সরকার গঠনের পথে বিজেপি, সোমবার নিতে পারে শপথও

ক্যাপ্টেন-চন্নির সঙ্গে সিধুর বিবাদে লাগাম দিতে দিল্লির ব্যর্থতা, তাতেই কি পঞ্জাবে ভরাডুবি কংগ্রেসের

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

টোটোর ভাড়া চাইতেই এইরকম কাণ্ড! দেখলেই আঁতকে উঠবেন, চাঞ্চল্য Malda-এ | Malda News Today
গভীর রাতে ধানক্ষেতে ভয়াবহ দৃশ্য! শিউরে উঠবেন আপনিও, আতঙ্কে গোটা Jaynagar, দেখুন | South 24 Parganas
সীমান্তের নিরাপত্তা হুমকির মুখে! Bangladeshi Infiltration কবে থামবে? | Gede Border | Rohingya
কি বললেন? সুকান্তকে পাল্টা জবাব দিলেন শুভেন্দু | Suvendu Adhikari | Sukanta Majumdar | Bangla News
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia