কতটা শক্তিশালী হবে ঘূর্ণিঝড়? সমুদ্রে তৈরি গভীর নিম্নচাপ, সোমবার দুর্যোগের আশঙ্কা বঙ্গে

Published : Oct 25, 2025, 11:34 AM IST

বঙ্গোপসাগরে আরও সুস্পষ্ট হল নিম্নচাপ অঞ্চল। সোমবারই সেই নিম্নচাপ অঞ্চল থেকে একটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। এমনটাই পূর্বাভাস আলিপুর হাওয়া অফিসের। আর সেই কারণে রবিবার থেকেই উত্তাল হবে সমুদ্র। 

PREV
16
ঘনীভূত ঘূর্ণিঝড়

বঙ্গোপসাগরে আরও সুস্পষ্ট হল নিম্নচাপ অঞ্চল। সোমবারই সেই নিম্নচাপ অঞ্চল থেকে একটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। এমনটাই পূর্বাভাস আলিপুর হাওয়া অফিসের। আর সেই কারণে রবিবার থেকেই উত্তাল হবে সমুদ্র। সেই কারণে আগামী ২৭ অক্টোবর পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। উপকূলবর্তী জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

26
নিম্নচাপ অঞ্চলের অবস্থান

আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, শনিবার সকালে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের নিম্নচাপ অঞ্চলটি সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়েছে। আজকের মধ্যেই সেটি গভীর নিম্নচাপে পরিণত হবে। সোমবার সেই গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হগবে। এগিয়ে আসবে উপকূলের দিকে।

36
ঘূর্ণিঝড়ের প্রভাব

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী গভীর নিম্নচর যদি ঘূর্ণিঝড়ের আকার নেয় তাহলে সেটির প্রভাব পড়বে পশ্চিমবঙ্গে ও ওড়িশা উপকূলে। উপকূলবর্তী জেলাগুলিতে প্রবল বৃষ্টি হতে পারে। কলকাতায় বজ্যবিদ্যুৎসহ ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে।

46
ঝড় বৃষ্টির পূর্বাভাস

ঘূর্ণিঝড়ের কারণে রাজ্যের কয়েকটি জেলায় প্রবল ঝড় বৃষ্টি হতে পারে। ঘূর্ণিঝড়ের প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সোমবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। উপকূলবর্তী জেলার পাশাপাশি গাঙ্গেয় উপত্যকার জেলাগুলিতে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব বর্ধমান নদিয়া ও মুর্শিদাবাদ জেলাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবার পর্যন্ত দুর্যোগের সম্ভাবনা সবথেকে বেশি দুই ২৪ পরগনায়।

56
উত্তরবঙ্গে বৃষ্টি

উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধবার জলপাইগুড়িতে প্রবল বৃষ্টি হতে পারে। আলিপুরদুয়ার, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, মালদহে বৃহস্পতিবার ও শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

66
ঝড়ে গতিবেগ

আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, নিম্নচাপের প্রভাবে এখন থেকেই সমুদ্রে ঝোড়ো হাওয়া দিচ্ছে। ২৭ অক্টোবর তার বেগ বাড়তে পারে। ঘূর্ণিঝড় তৈরি হলে সমুদ্রে হাওয়ার গতি পৌঁছাতে পারে সর্বোচ্চ ৯০ কিলোমিটার প্রতি ঘণ্টা। সেই কারণেই ২৮ অক্টোবর পর্যন্ত সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে ঘূর্ণিঝড় তৈরি হলে তখনই সেটির গতি সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া যাবে বলে হাওয়া অফিস জানিয়েছে।

Read more Photos on
click me!

Recommended Stories